• বারবার বয়ান বদল, মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার সেই গাড়িচালক গ্রেপ্তার
    প্রতিদিন | ০৪ মার্চ ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। সেই ঘটনায় এবার নতুন মোড়। সাদা গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেপ্তারের পর এবার পুলিশের জালে আরও একজন। ওই ঘটনায় এবার গ্রেপ্তার করা হল সুতন্দ্রারই গাড়ির চালক রাজদেও শর্মাকে। কাঁকসা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ এনেছেন তদন্তকারীরা। দুর্ঘটনার পর থেকেই এই গাড়ির চালক বার বার তাঁর বয়ান বদলাচ্ছিলেন। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুতন্দ্রার মাও।  সুতন্দ্রা মৃত্যুর ঘটনায় এর আগে অভিযুক্তদের সাদা ‘ক্রেটা’ গাড়ির মালিক বাবলু যাদব গ্রেপ্তার হয়েছিল।

    গত ২৩ ফেব্রুয়ারি রাতে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান চন্দননগরের বছর সাতাশের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়। নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার। অভিযোগ, অভিশপ্ত রাতে পানাগড়ে জাতীয় সড়ক ধরে গাড়ি করে ফিরছিলেন সুতন্দ্রা। সেই সময় কয়েকজন মত্ত যুবক তাঁর গাড়ি ধাওয়া করে কটূক্তি করে। ওই ‘ইভটিজার’দের হাত থেকে বাঁচতে গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রা প্রাণ হারান বলেই অভিযোগ। যদিও ঘটনার ১৬ ঘণ্টা পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইভটিজিংয়ের তত্ত্ব খারিজ করে দেন পুলিশ। দ্রুতগতিতে গাড়ি চলার ফলে দুর্ঘটনা বলেই দাবি করা হয়।

    সেই রাতে সুতন্দ্রার গাড়ি চালাচ্ছিলেন রাজদেও শর্মা। তাঁকেও গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। তাঁর বাড়ি হুগলি জেলার ভদ্রেশ্বরের কেষ্টপল্লির দাসপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে ওই বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তাঁকে গ্রেপ্তার করে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়। এদিনই বেলায় তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)