• বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, পাশেই স্কুল-কলেজ!
    এই সময় | ০৪ মার্চ ২০২৫
  • ভরদুপুরে খাবারের দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। সেই আগুনে উড়ল দোকানের অংশ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড বাজারে এই দুর্ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডার ফেটে উড়ে যায় দোকানের একটা অংশ। দোকানে আরও বেশ কিছু সিলিন্ডার ছিল। একই সঙ্গে আশেপাশে একাধিক খাবারের দোকান, স্কুল, কলেজ। ফলে দ্রুততার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় বিপদ ঘটে যেতে পারত।

    এলাকার লোকজন জানান, পুলিশ ও দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। মঙ্গলবার দুপুর তখন দু’টো, আড়াইটে হবে। চন্দ্রকোনা রোড বাজারে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সেই দোকান। দোকানে থাকা একটি সিলিন্ডার ফেটে দোকানের একটা অংশ উড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে।

    চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউজ়ের তরফেও দমকলে খবর দেওয়া হয়। দ্রুত দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী ভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণও হিসাব করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীদের কথায়, দুপুরে হঠাৎই ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে এলাকা। দেখা যায়, রাস্তার ধারে একটি খাবারের দোকান দাউ দাউ করে জ্বলছে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকলেও খবর দেওয়া হয়। সিলিন্ডার ফেটে এই ঘটনা। তবে বড় বিপদ হতে পারত। কারণ, খুবই ব্যস্ত এলাকা এই জায়গা।

  • Link to this news (এই সময়)