অবশেষে বহু দিনের সমস্যার সমাধান হতে চলেছে। মহিষাদল ব্লকে তৈরি হচ্ছে কংক্রিটের সেতু। বন্ধ হবে বেহাল কাঠের সেতুর দিয়ে ঝুঁকির পারাপার।
মহিষাদল ব্লকে রয়েছে ১৯টি কাঠের সেতু। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জীর্ণ দশা সেই সব সেতুর। কয়েকটি সেতু ভেঙে খালে পড়ে রয়েছে। বেহাল এই সেতু দিয়েই যাতায়াত করছেন গ্রামের মানুষেরা।
মহিষাদলের পূর্ব শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েত সদস্য রমেশ বিজলী বলেন, ‘মহিষাদল ব্লকের গুরুত্বপূর্ণ একটি কাঠের সেতু পাহালানপুর বাসস্ট্যান্ডের কাছে। এই সেতু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছে সাধারণ মানুষ। সংস্কার হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। আমরা চাই দ্রুত কংক্রিটের সেতু তৈরি হোক।’
মহিষাদল পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা বলেন, ‘সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা দিতে পারছে না স্থানীয় প্রশাসন। শুভেন্দু অধিকারী হলদিয়া উন্নয়ন পর্ষদের পদে থাকায় সময়ে কাজ হয়েছিল। তারপর আর সেই ভাবে কাজই হয় না। রাজনীতির কারণে এই পরিস্থিতি।’
মহিষাদলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, ‘আমরা বিষয়টি জেলাপরিষদ-সহ উপর মহলে জানিয়েছি৷ দ্রুত সেতু সংস্কারের কাজ শুরু হবে’।
মহিষাদলের বিডিও বরুনাশিস সরকার জানান, গুরুত্ব অনুসারে ব্লক এলাকার তিনটি সেতু সংস্কার করা হয়েছে। এ বারে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ হবে। তাই এলাকার বাসিন্দাদের সুবিধায় জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মিলিতভাবে সেতু নির্মাণের কাজ চলছে।