বাবা-ছেলে স্কুটিতে যাচ্ছিলেন। পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩২ বছরের যুবকের। চোখের সামনে জলজ্যান্ত ছেলেকে ছটফট করে মরে যেতে দেখলেন ষাটোর্ধ্ব বাবা। মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে খড়্গপুর শহরের ইন্দা মোড়ে। মৃতের নাম গৌরব রায়। বাবা গৌতম রায়কে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর গ্রামীণ থানার অধীন য-ফলা রোডের কাঁটাপুকুর এলাকায় বাড়ি গৌরবদের। এ দিন বাবাকে স্কুটির পিছনে বসিয়ে বেরিয়েছিলেন গৌরব। ইন্দা মোড়ে ব্যস্ততম ওটি রোডের উপর হঠাৎই তাঁদের স্কুটিতে একটি ট্রাক ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন গৌরব। রাস্তার উল্টো দিকে পড়ে যান গৌতম। ট্রাকে পিষ্ট হয়ে যান গৌরব। স্থানীয়দের সহায়তায় বাবা, ছেলেকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা গৌরব রায়কে মৃত বলে ঘোষণা করেন। গৌতম রায়কে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।
এ দিকে এই ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা ঘাতক ট্রাকটিকে আটক করেন এবং ব্যস্ততম ওটি রোড অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তা দিয়ে সকাল থেকে বেপরোয়া ট্রাক যাতায়াত করে। ট্রাফিক পুলিশের কোনও তৎপরতাই দেখা যায় না। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।