আজ যাদবপুরে ধিক্কার মিছিলের কথা রয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হেনস্থার ঘটনার প্রতিবাদেই পথে নামছে তারা। আজ বিকেলে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের কর্মসূচি করবে তৃণমূলের অধ্যাপক সংগঠন। শুধু ওয়েবকুপা নয়, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির কথাও রয়েছে অতিবাম ছাত্র সংগঠন ডিএসএফ-এর। বিশ্ববিদ্যালয়ে ‘পেন ডাউন’ কর্মসূচি গ্রহণ করেছে তারা। আজ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং গবেষণাগার (ল্যাবরেটরি) তারা সম্পূর্ণ বন্ধ রাখতে চাইছে। দুই কর্মসূচিকে কেন্দ্র করে কোনও উত্তেজনা ছড়ায় কি না, নজর থাকবে সে দিকে। অন্য দিকে, যাদবপুরের গন্ডগোলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের অভিযোগ, যাদবপুরের ঘটনায় পুলিশ দু’রকম ভূমিকা নিয়েছে। কখনও তারা অতি সক্রিয়, কখনও আবার নিষ্ক্রিয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এনআরএস হাসপাতাল থেকে সোমবার ছাড়া পেয়েছেন ট্যাংরার ‘দে পরিবারের’ ছোট ছেলে প্রসূন দে। তার পরেই রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ট্যাংরার ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছেন প্রসূনের মৃত স্ত্রী রোমি দে-র বাবা। পুলিশ সূত্রে খবর, ৪৩ বছরের প্রসূন তাঁর বয়ানে দাবি করেছিলেন, দে পরিবারের দুই বধূ সুদেষ্ণা দে এবং রোমির হাত কেটেছিলেন তিনিই। তাঁকে জেরা করেই কি ট্যাংরাকাণ্ডের কিনারা হবে? আজ এই তদন্তের দিকে নজর থাকবে।
বাংলাদেশে তরুণদের তৈরি করা নতুন দল ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। দল ঘোষণার দিন নাহিদ ইসলামের মুখে শোনা গিয়েছে ‘সেকেন্ড রিপাবলিক’ তৈরির কথা। নাহিদের বক্তব্য, সেটিই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। তাঁর ওই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ‘সেকেন্ড রিপাবলিক’ বলতে নাহিদ কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে চলছে আলোচনা, সমালোচনা। প্রশ্ন তুলেছে বিএনপি-ও। পাশাপাশি, বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। বিএনপি বার বার দ্রুত সংস্কার শেষ করে ভোটের দাবি তুলছে। এই অবস্থায় নতুন দলের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন থাকে, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে ঢাকায়।
হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে আতশকাচের তলায় রয়েছে আমেরিকা এবং ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, চাইলে আবার আলোচনার জন্য যেতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এ বার জ়েলেনস্কিও জানালেন, পুনরায় আলোচনায় আগ্রহী তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি আবার বৈঠক করতে প্রস্তুত। কিন্তু সেই সঙ্গে নিজের শর্তও শুনিয়ে রেখেছেন জ়েলেনস্কি। জানিয়েছেন, তাঁর কথাও শুনতে হবে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবস্থাও বিবেচনা করতে হবে। এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্পর্কের বরফ গলে কি না, সে দিকে নজর থাকবে আজ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের মাঝে আবার কিছুটা নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।