• যাদবপুরের ভিডিয়ো দেখিয়ে প্রশ্নবাণ দেবাংশুর, ‘বাম-তৃণমূল বাইনারি’ বলছে ABVP, SFI কী বলছে?
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • শনিবার যাদবপুরের ঘটনার উত্তাপ ছড়াল মঙ্গলবারও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে যে ঘটনা সে দিন ঘটেছিল, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তা নিয়ে ফের সরব হলো তৃণমূল। দলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু ছবি ও ভিডিয়ো তুলে ধরেন। দাবি করেন, বামেরা যে প্রচার করছে তা একেবারেই ভিত্তিহীন। বরং তৃণমূলের দাবি, সে দিন শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে অশোভনীয় অঙ্গভঙ্গি করা হয়। বামেদের ছাত্র সংগঠনের সদস্যরা এই ঘটনা ঘটান বলে দাবি করেন তৃণমূলের আইটি সেলের সভাপতি। তুলে ধরেন তিনটি প্রশ্ন।

    দেবাংশু জানান, ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ফেলে সে দিন ইট দিয়ে মেরে কাচ ভাঙা হয়। এর পর সেই ইট যে শিক্ষামন্ত্রীর দিকেই ধেয়ে আসছিল, তা সকলেই বুঝতে পারেন। দেবাংশু প্রশ্ন করেন, ‘কেউ যদি দেখেন তাঁর দিকে ইট ধেয়ে আসছে, এর পর আমার মাথাটা ফাটাবে, তা হলে কি আমি সেখানে বসে অপেক্ষা করব?’

    পাশাপাশি সে দিন গাড়ির চাকায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের একটি ফেসবুক পোস্ট তুলে ধরেন দেবাংশু। বলেন, ‘ইন্দ্রানুজ রায় নিজেই বলছেন, মাওবাদ দীর্ঘজীবী হোক। তা হলে সে যে মাওবাদী তা নিয়ে প্রশ্নের কোনও অবকাশ থাকে কি?’

    এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ছবি, সেই গাড়ির নীচে শুয়ে থাকা যুবকের ছবিটি তুলে ধরেও প্রশ্ন তোলেন দেবাংশু। বামেদের অভিযোগ ছিল, এই যুবক ইন্দ্রানুজ। সেই ছবি দেখিয়ে দেবাংশু বলেন, ‘স্পষ্ট দেখা যাচ্ছে, একজন স্করপিওর সামনের চাকার নীচে ঢুকে আছেন। ও দিন কোনও স্টিল ছবি তো তোলা হয়নি। এ ছবি তো ভিডিয়ো থেকে কাটা। আমাদের প্রশ্ন, এর পুরো ভিডিয়োটা কোথায়?’

    অন্য দিকে এ দিন ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ তুলে পথে নামে তৃণমূলের শিক্ষা সেল। যাদবপুর থানা পর্যন্ত এই ধিক্কার মিছিল যায়। এ দিন সাংবাদিক বৈঠক করে এবিভিপিও। গোটা ঘটনায় এসএফআইকে তৃণমূল প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে বলে অভিযোগ তোলে এবিভিপি। যাদবপুরের ক্যাম্পাসে ‘বাম-তৃণমূল বাইনারি’-র অভিযোগ তোলে এবিভিপি। এ দিকে, এ দিনের বৈঠক নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে যাদবপুরের এসএফআই। তাদের প্রশ্ন, উপাচার্য কেন ছাত্রদের সঙ্গে কথা বলছেন না?

  • Link to this news (এই সময়)