তিনমাস পাহাড়ে কাটিয়ে বনের দিকে হাঁটা দিল ৪০টি হাতি
আজকাল | ০৫ মার্চ ২০২৫
অরিন্দম মুখার্জি: একমাসের বেশি সময় ধরে পাহাড়ি অঞ্চলে বসবাসের পর, এবার বনাঞ্চলের দিকে হাঁটা দিল তারা। দীর্ঘদিন ধরে ধানবাদ অঞ্চলের দুন্ডির পাহাড়ি অঞ্চলে ওই ৪০টি হাতি অবস্থান করছিল বলে জানা যায়। ওই হাতির দল ধীরে ধীরে পাহাড়ি এলাকা থেকে নেমে পরেশনাথ পাহাড়ের বনের উদ্দেশে রওনা দেয় বলে জানা গিয়েছে।
জানা যায়, ধানবাদের দুন্ডির পাহাড়ি অঞ্চলের কাছে ঋষি ভিটা অঞ্চলে আসার পর ওই হাতির দলের মধ্যে একটি হাতি দুটি শিশু হাতির জন্ম দেয়। আর ঠিক সেই কারণেই দীর্ঘদিন সেখানে হাতির পাল অবস্থান করেছিল। কারণ, প্রাথমিক লইক্ষ্য ছিল সদ্য জন্ম নেওয়া ওই দুই হস্তিশাবককে রক্ষা করা।
তবে এই প্রসঙ্গে বলতেই হয়, এর আগেও তারা বেশ কয়েকদিন পাহাড় থেকে নেমে বনাঞ্চলের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। তবে সমতলে নামার সময়, গ্রামের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করলে বারবার গ্রামবাসীদের কাছে বাধা পায় তারা, ফলে সেই পাহাড়েই ফিরে যেতে হয়। ঝাড়খণ্ড বনদপ্তরের আধিকারিকের বক্তব্য, হাতির পাল আসলে বারবার চেষ্টা করছিল, নিরাপদ রাস্তা খুঁজে বের করার। রবিবার রাতে সালেয়া জঙ্গল হয়ে ধাদকাটার হয়ে গুলিয়াডিহতে পৌঁছয় হাতির পাল। সোমবার চল্লিশটি হাতির দল বরাকর নদী পার হয়ে গিরিডী অঞ্চলে পৌঁছয় বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের বনদপ্তরের কর্মী সাজিদ এবং প্রকাশ টুডু, পূর্ণ চন্দ্র মাহাতো, পূর্ণ মারান্ডি প্রায় সর্বক্ষণ এই ৪০ টি হাতির উপর নজর রেখেছিল।