• ভারতীয় সীমান্তের ভিতর ঢুকে দুই চাষিকে অপহরণ করার অভিযোগ বিজিবি-র বিরুদ্ধে, দ্রুত পদক্ষেপ বিএসএফ-এর
    আজকাল | ০৫ মার্চ ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ গঙ্গা নদীর জল বন্টন চুক্তি নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে শীর্ষ স্তরের আলোচনা চলার সময় মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্ত এলাকায় দুই ভারতীয় কৃষককে অপহরণ করার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি-র জওয়ানদের বিরুদ্ধে। 

    অভিযোগ উঠেছে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ভারতীয় সীমানার মধ্যে ঢুকে বিজিবি-র জওয়ানরা দুই ষাটোর্ধ কৃষককে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায়। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর শীর্ষস্তরের কর্তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং- এর পর মঙ্গলবার সন্ধ্যে নাগাদ  ওই দুই কৃষককে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁরা বিএসএফ ক্যাম্পে রয়েছেন। রাতেই তাঁরা বাড়ি ফিরে যেতে পারবেন বলে জানা গিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গি থানার বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা আবু শেখ এবং কানু হালদার নামে দুই কৃষক নিজেদের জমিতে গম এবং ডাল চাষ করছিল। 

    বিজিবি-র হাতে অপহৃত আবু শেখ নামে এক কৃষক জানান,' মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আমরা নিজেদের জমিতে চাষ করছিলাম। সেই সময় জলতেষ্টা পাওয়ায় 'জিরো পয়েন্টের' কাছে অবস্থিত একটি টিউবওয়েলে  আমরা দু'জন জল খেতে গিয়েছিলাম। সেই সময়ে হটাৎই বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বেশ কয়েকজন জওয়ান ভারতীয় সীমান্তে প্রবেশ করে আমাদের দু'জনকে জোর করে বাংলাদেশে টেনে নিয়ে যায়।' দুই ভারতীয় চাষীকে অপহৃত হতে দেখে সেই সময় ওই মাঠের আশেপাশে থাকা অন্যান্য কৃষকরা গোটা বিষয়টি দ্রুত ১৪৬ ব্যাটেলিয়ানের বিএসএফ আধিকারিকদের জানান।  বিএসএফ সূত্রের খবর, ভারতীয় দুই কৃষককে বাংলাদেশের চল্লিশপাড়া ক্যাম্পে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং জেরা করা হয়। তবে অপহৃত দুই  কৃষকই জানিয়েছেন বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে গিয়ে তাদের উপর কোনও  শারীরিক অত্যাচার করা হয়নি। সন্ধে নাগাদ বিএসএফের শীর্ষ আধিকারিক এবং জলঙ্গি ব্লকের কিছু তৃণমূল নেতার হস্তক্ষেপে নিরাপদে ভারতীয় সীমান্তে ফিরে এসেছেন দুই কৃষক। অপহৃত কৃষকরা বলেন,' যেভাবে ভারতের মাটিতে  ঢুকে বিজিবি-র জওয়ানরা জোর করে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিলো তাতে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। তবে বিএসএফ আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিন আমাদের সুরক্ষার জন্য তাঁরা যথাযথ ব্যবস্থা  নেবেন। '
  • Link to this news (আজকাল)