গোপাল সাহা : শীত পার হয়ে বসন্ত উপস্থিত, তবে বসন্ত উৎসব এখনও অতিক্রান্ত হয়নি। আর তার আগেই গ্রীষ্মের দাবদাহের হাতছানি যেমন যথেষ্ট অনুভব হচ্ছে। তেমনই গরমের লাল চোখ দেখাতেও কোনও খামতি নেই। আর এই আবহে শিশুদের সুরক্ষা নিয়ে পরিবারের সকলে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছেন। অভিভাবকরা তাই সন্তানদের সুরক্ষা নিয়ে চিন্তিত। গ্রীষ্ম ঋতুর আগেই বসন্তের শুরুতেই গ্রীষ্মের যে লাল চোখ দেখা গিয়েছে তাতে নানারকম রোগ বা অসুখ হতে পারে শিশুদের।
সম্প্রতি বেশকিছু গুলেনবেরি সহ একাধিক রোগের উৎস দেখা গিয়েছিল। বিষয়টি নিয়ে চিকিৎসকরা সচেতনতার বার্তা দিয়েছিলেন। এবার আবহাওয়াজনিত কারণে এবং তাপমাত্রার বাড়বাড়ন্ত হওয়ার কারণে শিশুদের সুরক্ষা নিয়ে আজকাল ডট ইন কথা বলেছিল শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষের সঙ্গে।
চিকিৎসর অপূর্ব ঘোষ বলেন, "এবারের জন্য আলাদা বিশেষ কিছু চিন্তার কোনও কারণ নেই। ভয় পাওয়ারও কোনও বিষয় নেই। সাধারণ খাওয়া দাওয়াই চলবে। বাইরের খাবার ও জল যেন না খায় শিশুরা সেদিকে নজর দিলেই হবে।"
তিনি আরও একটি কথা বলেন, "মাতৃদুগ্ধ পান করা শিশুরা বা ছমাস অতিক্রান্ত সদ্যোজাত শিশুরা বাইরের কোনওরকম কেনা খাবার না খায়। এক্ষেত্রে বাড়ির তৈরি খাবারই শিশুদের জন্য দিতে পারলে তাঁরা অনেক বেশি সুরক্ষিত থাকবে।"