• বিশ্বভারতীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে উপাচার্যকে চিঠি লিখলেন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক
    বর্তমান | ০৫ মার্চ ২০২৫
  • সংবাদদাতা বোলপুর: বিশ্বভারতীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করলেন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। তার অভিযোগ, শান্তিনিকেতনের সুবর্ণরেখা মোড় সংলগ্ন পান্থশালার জমির একটি অংশ বিশ্বভারতী ফেন্সিং দিয়ে ঘিরে রেখেছে। ফলে, শান্তিনিকেতন ট্রাস্ট ওই জায়গায় মেরামত ও সংস্কারের কাজ থেকে দীর্ঘদিন বঞ্চিত রয়েছে বলে অভিযোগ তোলেন অনিলবাবু। তার প্রেক্ষিতে, পান্থশালার উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের জন্য অবিলম্বে ফেন্সিং অপসারণের দাবি জানিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনকে চিঠি লেখেন তিনি। চিঠিতে তিনি লেখেন, সংশ্লিষ্ট সম্পত্তিটি শান্তিনিকেতন ট্রাস্টের হেফাজতে রয়েছে। সেখানে বিশ্বভারতীর ফেন্সিং রয়েছে। তার দরুন মেরামতের কাজ শুরু করা যাচ্ছে না। অনেকে সেখানে প্রস্রাব করে জায়গাটি দূষিত করছেন। তার প্রেক্ষিতে ফেন্সিং সরিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদিও, বিশ্বভারতী এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
  • Link to this news (বর্তমান)