শ্রীকান্ত ঠাকুর: দাম্পত্য কলহ থামাতে গিয়ে এবার আক্রান্ত পুলিস। পেটে ধারালো অস্ত্রে আঘাতে জখম এক অফিসার ও এক কনস্টেবল! দু'জনে ভর্তি হাসপাতালে। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশহারীতে।
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম বিপুল হাজরা। বাড়ি, বুনিয়াদপুর পৌরসভার শিবপুর এলাকায়। আজ, মঙ্গলবার নিজের বাড়িতে বিপুল স্ত্রীকে মারধর করছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কিন্তু পুলিসের গাড়ি দেখেই পালিয়ে যায় বিপুল। তাঁর স্ত্রীকে স্থানীয় রশিদপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
এদিকে খবর পেয়ে হাসপাতালে হাজির হয় বিপুল। ফের স্বামী-স্ত্রীর মধ্য়ে গন্ডগোল শুরু হয়। হাসপাতালের এক কর্মী বাধা দিতে গেলে, তাঁর উপর চড়াও হয় ওই ব্যক্তি। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এরপর পুলিস ক্য়াম্প থেকে এক অফিসার ও এক কনস্টেবল এসে যখন বিপুল থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন তাঁদের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, আহত দুই পুলিসকর্মীকে গঙ্গারামপুরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News