• ‘ভয়ে’ ঠাকুরঘরে লুকলো চিতাবাঘ, হুলুস্থুল কোচবিহারে
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: জঙ্গল ছেড়ে ছাগলছানা ধরতে গ্রামে ঢুকে পড়ল চিতাবাঘ।গ্রামবাসীদের তাড়া খেয়ে এক বাড়ির ঠাকুরঘরে ঢুকে পড়ে বন্যপ্রাণীটি। হুলুস্থুল পড়ে যায় কোচবিহারের পাতলাখাওয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। পরে চিতাবাঘটিকে উদ্ধার করে তাঁরা। ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কোচবিহার-২নং ব্লকের পাতলাখাওয়ার সুকধনের কুঠি এলাকায় একটি বাড়িতে ঢোকে চিতাবাঘটি। বাড়ির সদস্যরা ছাগল ছানার মরণ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে চিতাবাঘ ঢুকেছে। মুখে রয়েছে ছাগলছানা।

    আতঙ্কিত ওই পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। গ্রামবাসীদের ভিড় দেখে ভয় পেয়ে ওই বাড়ির ঠাকুরঘরে ঢুকে যায় চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়তে ভিড় জমাতে শুরু করেন আরও গ্রামবাসী।

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে বাড়ির চারদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয়। তারপর ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে কাবুতে আনেন বনকর্মীরা। চিতানবাঘটি কাবু হলে তাকে উদ্ধার করেন বনকর্মীরা। তাকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বনদপ্তর সূত্রে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)