আতঙ্কিত ওই পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। গ্রামবাসীদের ভিড় দেখে ভয় পেয়ে ওই বাড়ির ঠাকুরঘরে ঢুকে যায় চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়তে ভিড় জমাতে শুরু করেন আরও গ্রামবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে বাড়ির চারদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয়। তারপর ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে কাবুতে আনেন বনকর্মীরা। চিতানবাঘটি কাবু হলে তাকে উদ্ধার করেন বনকর্মীরা। তাকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বনদপ্তর সূত্রে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।