• ‘স্যারের শাস্তি চাই ’ দমদমে স্কুলের মধ্য়েই ছাত্রীর ‘শ্লীলতাহানি’, চলল ভাঙচুর
    হিন্দুস্তান টাইমস | ০৫ মার্চ ২০২৫
  • দমদমের একটি স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ। এদিকে সেই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। দমদম এলাকারই বাসিন্দা ওই ছাত্রী। সে বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের গোটা বিষয়টি জানিয়েছিল। তারপরই গোটা ঘটনায় শোরগোল পড়ে যায়। 

    অভিভাবকরা স্কুলে চলে আসেন। স্কুল চত্বরেই বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, এই ঘটনা মেনে নেওয়া যায় না। এনিয়ে ওই শিক্ষকের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তারা। দমদম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। তবে স্কুলের অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

    এক অভিভাবক বলেন, স্কুলের ছাত্রীর সঙ্গে যেটা করা হয়েছে সেটা ঠিক নয়। আমরা চাইছি যাতে আমাদের মেয়ের সঙ্গে এটা না হয়। ছাত্রীর মা বলেন, ৩রা মার্চ ওই শিক্ষক আমার মেয়ের সঙ্গে অভব্য আচরণ করেছেন। পুলিশের কাছেও আমরা অভিযোগ করেছি। শিক্ষকরা কোনও প্রতিবাদ করছেন না। তাঁরা বলছেন আমরা প্রতিবাদ করলে চাকরি চলে যাবে। সেকারণে আমরা প্রতিবাদ করতে পারছি না। ওই স্যারের শাস্তি চাই।  

    এদিকে ঘটনার পর থেকেই এলাকায় শোরগোল পড়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। 

    এদিকে ঘটনার অভিযোগকে কেন্দ্র করে স্কুলে তুমুল ভাঙচুর করা হয়। চেয়ার টেবিলে, ফ্যানে চলে ভাঙচুর। এরপর পুলিশ এসে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)