• চলন্ত ট্রেন থেকে ছোঁড়া হতো পাথর, বামনগাছি ঘটনার পিছনে কোন রহস্য?
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • গত কয়েক দিন ধরেই আতঙ্কে ছিলেন বামনগাছি এবং দত্তপুকুর এলাকার বাসিন্দারা। বিশেষ করে যাদের বাড়ি রেললাইনের ধারে। কারণ উত্তর ২৪ পরগণা জেলার এই এলাকায় প্রায় প্রতিদিনই পাথর এসে পড়ত বাড়িতে। চলন্ত ট্রেন থেকে ছোঁড়া হতো সেই পাথর। এ বার ধরা পড়ে গেলো সেই ব্যক্তি। বামনগাছি এলাকায় ধরা হয় ওই ব্যক্তিকে। ট্রেনে থাকা যাত্রীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে। তাকে বামনগাছি স্টেশনে নিয়ে আসার পরে উত্তেজনা ছড়ায়। জিআরপির আধিকারিকরা জানিয়েছেন, কেন ওই ব্যক্তি পাথর নিয়ে ট্রেনে উঠত এবং বামনগাছি স্টেশন ছাড়ার পরেই পাথর ছুঁড়ত তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কী না তাও দেখছেন আধিকারিকরা।

    প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই চলন্ত ট্রেন থেকে পাথর উড়ে আসছিল বাড়ি লক্ষ্য করে। বামনগাছি স্টেশন ছাড়ার পরেই ট্রেন থেকে ছোঁড়া হচ্ছিল পাথর। তাতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাথর এসে পড়ে মোটর সাইকেলেও উপরেও। এমনকী ওই পাথরের আঘাতে আহতও হন কয়েকজন। কিন্তু কে কেন ওই ভাবে পাথর ছুঁড়ছিল জানা যায়নি। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান বামনগাছি ফাঁড়ি ও দত্তপুকুর থানায়। লিখিত অভিযোগ জানানো হয় স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছেও। কিন্তু তাতেও পাথর ছোঁড়া বন্ধ হয়নি।

    সেই রহস্যের কিনারা হয় মঙ্গলবার রাতে। জানা গিয়েছে, যে ব্যক্তি নিয়মিত পাথর ছুঁড়ছিলেন তাকে ধরা হয়েছে ডাউন বনগাঁ লোকাল থেকে। ওই ব্যক্তি ব্যাগে পাথর নিয়ে ট্রেনের কামরা উঠেছিলেন। বামনগাছি স্টেশন ছাড়ার পরেই তিনি ব্যাগ থেকে পাথর বার করে ছোঁড়ার চেষ্টা করেন। তখনই কামরায় থাকা অন্য যাত্রীদের কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি। ওই ব্যক্তিকে আবার নিয়ে আসা হয় বামনগাছিতে। স্টেশনে নিয়ে এসে তাকে গণধোলাই দেওয়া হয়।

    এই ঘটনাকে কেন্দ্র করে বামনগাছি স্টেশনে ব্যাপক উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি। ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় হাবরা জিআরপির ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় হাবড়া জিআরপি অফিসে। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। কী কারণে তিনি ব্যাগে পাথর নিয়ে ট্রেনে উঠতেন আর কেনই বা বামনগাছি স্টেশন ছাড়া পর পাথর ছুঁড়তেন তা খতিয়ে দেখছে জিআরপি।

  • Link to this news (এই সময়)