সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরকে নতুন করে সাজিয়ে তুলতে একবছর আগে বারিক বাঁধের জলাশয় সংস্কারে টেন্ডার করা হয়েছিল। সময় পেরিয়ে গেলেও বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা কাজ করেনি। তাই কয়েকমাস আগে ওই ঠিকাদারি সংস্থাকে অনির্দিষ্টকালের জন্য ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। পুরসভার তরফে ফের বাঁধটি সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এমাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে।
রঘুনাথপুর শহরকে সাজিয়ে তুলতে পুরসভা উদ্যোগী হয়েছে। তারই অঙ্গ হিসেবে শহরের ১৩নম্বর ওয়ার্ডে বারিক বাঁধ জলাশয় সাজানো হবে। পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, বারিক বাঁধ জলাশয় রক্ষণাবেক্ষণে কাজ করা হবে। জলাশয় পরিষ্কার, তার চারপাশে পথ তৈরি, মাটি অপসারণ প্রভৃতি কাজ হবে। গতবছর জলাশয়ের কাজের জন্য টেন্ডার করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরোলেও ঠিকাদার সংস্থা কাজ না করায় সেটি বাতিল হয়। ফের কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে।
আম্রুত-২ প্রকল্পে এই জলাশয় সংস্কার করা হবে। এজন্য ৭৬লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় জলাশয়ের কচুরিপানা সাফাই, চারপাশে পথ তৈরি, মাটি অপসারণ, মানুষের বসার জায়গা করা হবে। শহরের মানুষ জলাশয়ের উপকণ্ঠে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার দেবযানী পরামানিক বলেন, উন্নয়নের কাজে আপত্তি নেই। তবে ওই জলাশয়ের কিছু অংশ পঞ্চায়েত এলাকাতেও পড়ছে। কিন্তু টেন্ডারে সেটিকে ১৩ নম্বর ওয়ার্ডের বলে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে চেয়ারম্যান বলেন, বারিক বাঁধের জলাশয় সংস্কারের জন্য বহুদিন ধরে মানুষ আমাদের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। জলাশয়টি রঘুনাথপুর পুর এলাকার মধ্যেই রয়েছে।