• পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে টুরিস্ট বাস, আহত ২০, আশঙ্কাজনক ২
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস। আহত একাধিক, আশঙ্কাজনক দু'জন। বুধবার ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্যুরিস্ট বাসটি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায় একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারেন বাসের চালক।

    সূত্রের খবর, পুরী থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ফিরছিল পর্যটক বোঝাই ওই বাস। বুধবার ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্যুরিস্ট বাসটি। দুর্ঘটনার সময় বেশির ভাগ পর্যটকই ঘুমিয়েছিলেন। ট্রাকের পিছনে তাঁদের বাস ধাক্কা মারলে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসের বেশিভাগ যাত্রীই আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

    সূত্রের খবর, শিশু ও মহিলা-সহ বাসে ছিলেন মোট ৭৬ জন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ। ২০ জন আহত যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মকরামপুর গ্রামীণ হাসপাতাল এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ন’জনের অবস্থা গুরুতর হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ন’জন আহতের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আপাতত স্থিতিশীল।

    গত ২৭ ফেব্রুয়ারি ৭৬ জন পর্যটক পুরী বেড়াতে গিয়েছিলেন। ভ্রমণের সুখস্মৃতি নিয়ে ফেরার পথের এই যাত্রা এমন ভয়াবহ হয়ে উঠবে কারওরই জানা ছিল না। ঘুমের মধ্যে প্রবল ঝাঁকুনি এবং তার পরই চোখের সামনে অন্ধকার নেমে আসে। দুর্ঘটনার সেই মুহূর্ত এখনও ভুলতে পারছেন না আহত যাত্রীরা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে কিছুটা ধাতস্ত হয়ে বিজয় রুইদাস নামে এক যাত্রী বলেন, ‘আমরা সকলেই ঘুমিয়ে গিয়েছিলাম। তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। কী ভাবে দুর্ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না।’

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে থাকা অধিকাংশ পর্যটকদের বাড়ি বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ঘুমিয়ে পড়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। আর তার জেরেই চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারেন।

  • Link to this news (এই সময়)