• সাত সকালে শুট আউট স্বরূপনগরে, নিহত ১
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • সাতসকালে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে শুট আউট। স্বরূপনগর ব্লকের দত্তপাড়া বড়পোলের কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু একজনের। স্থানীয় বাসিন্দারা জানান, নিহতের নাম ইসারুল গাজি৷ তাঁর বাড়ি তারালি এলাকায়। 

    স্থানীয় সূত্রে খবর, পাঁচ দুষ্কৃতী দু'টি মোটরসাইকেল চেপে ওই জায়গায় আসে। ইসারুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনিও একটি মোটরবাইকে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে ইসারুল রাস্তার ধারের একটি বাড়িতে ঢুকে পড়েন এবং জ্ঞান হারান। এলাকার লোকজন তড়িঘড়ি তাঁকে সারাপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু ইসারুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কী কারণে গুলি করা হলো, কারা গুলি ছুড়ল তা এখনও জানা যায়নি। শুট আউটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান,দু'টি বাইকে পাঁচ দুষ্কৃতী এসে ঘিরে ধরে ইসারুলকে। তাঁর কাছে কিছু একটা চায় দুষ্কৃতীরা। ইসারুল পকেট থেকে কিছু একটা বার করেন। সেই জিনিস ও তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

    পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনা সিন্ডিকেটের কোনও গোলমাল, না পাচারকারীদের দুই গোষ্ঠীর কোন্দল, তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)