• পুরী থেকে ফেরার পথে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস, আহত ২৫ জন যাত্রী...
    আজকাল | ০৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুরী থেকে ফেরার পথে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়ের বাঁধগোড়া এলাকায়। ঘটনায় আহত হয়েছেন ২০-২৫ জন যাত্রী। 

    পুলিশ ও পর্যটক সূত্রে জানা গিয়েছে, গত ২৭ শে ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকা থেকে আনুমানিক প্রায় ৮০ জন পর্যটক নিয়ে পুরী যাওয়ার উদ্দেশ্যে পর্যটকদের নিয়ে রওনা দিয়েছিল একটি বাস। আজ অর্থাৎ বুধবার ভোররাতে পুরী থেকে পর্যটক নিয়ে দুর্গাপুর ফেরার সময় নারায়ণগড় ৬০ নং জাতীয় সড়কের বাঁধগোড়া এলাকায় একটি লরির পিছনে সজরে ধাক্কা মারে বাসটি। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের বেশ কিছু অংশ। বাসে থাকা কিছু পর্যটক রাস্তার উপর ছিটকে পড়েন। 

    এই ঘটনায় প্রায় ২০-২৫ পর্যটক আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় আহতদের প্রথমে মকরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদিকে, এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসটিকে উদ্ধার করেছে। এর পাশাপাশি কী কারণে দুর্ঘটনা ঘটল ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)