• খেলাধুলার পর গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, তলিয়ে গেল বেলুড়ের দুই পড়ুয়া...
    আজকাল | ০৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গঙ্গায় স্নান করতে গিয়ে বিপত্তি। তলিয়ে গেল দুই কিশোর। প্রত্যেকেই স্কুলপড়ুয়া বলে জানা গেছে। রাতেই গঙ্গায় তল্লাশি চালিয়ে দু'টি দেহ উদ্ধার করেছে বালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি বারেন্দ পাড়া ঘাটে। দুই ছাত্রের নাম, আয়ূষ শর্মা এবং যোগেশ সিপানি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো বল খেলে বারেন্দ পাড়া ঘাটে গঙ্গায় স্নান করতে নামে বেলুড়ের বাসিন্দা দুই স্কুল পড়ুয়া। একজন নবম এবং অন্যজন দশম শ্রেণিতে পড়াশোনা করত। এরপর তারা তলিয়ে যায়। সন্ধে ছ'টার পরেই বালি থানার পুলিশ তল্লাশিতে নামে। নৌকায় করে গঙ্গায় তল্লাশি অভিযান চালান পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, দুই স্কুল পড়ুয়া বেলুড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, কিশোররা বারেন্দ পাড়া ঘাটের কাছের মাঠে বল খেলে। এদিনও বল খেলে, জামা প্যান্ট জুতো রেখে গঙ্গায় স্নানে নামে। তারপরেই কোনওভাবে তলিয়ে যায়। সন্ধে ছ'টায় খবর পেয়েই বালি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। নৌকায় করে গঙ্গায় তল্লাশি অভিযান চালানো হয়। আনা হয় ডুবুরি। রাতে দেহ দু'টি উদ্ধার হয়েছে।
  • Link to this news (আজকাল)