• স্ত্রীর ফোনে একটি মেসেজ, তারপরেই সব শেষ! ব্যবসায়ী যুবকের মর্মান্তিক পরিণতিতে গ্রেপ্তার সহধর্মিনী ...
    আজকাল | ০৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর ফোনে নিজেই একটি মেসেজ পাঠিয়েছিলেন। তারপরেই চরম পদক্ষেপ ব্যবসায়ী যুবকের। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন তিনি। মৃত যুবকের নাম, রাজকুমার সাধুখাঁ। 

    পুলিশ সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার হাতারপাড়া এলাকায়। মৃত যুবক জলের ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী জিনিয়া সাধুখাঁ মুদির দোকান চালাতেন। তাঁদের ২০ বছরের বিবাহিত জীবন। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রী চরম নির্যাতন করতেন বলে অভিযোগ মৃতের পরিবারের। সেই অভিযোগের ভিত্তিতে জিনিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    মৃত যুবকের পরিবারের দাবি, ঘটনার দিন রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয়েছিল তাঁর। স্ত্রীর ফোনে মেসেজ পাঠিয়ে বলেছিলেন, তিনি আত্মহত্যা করবেন। তবে এই পদক্ষেপের জন্য কাউকে দোষারোপ করেননি রাজকুমার। তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্ত্রী। 

    পুলিশকে যুবকের বাবা জানিয়েছেন, বিয়ের পর থেকে দু'জনের মধ্যে বনিবনা ছিল না। টাকা নিয়ে প্রায়ই ঝামেলা হত। রাজকুমারের থেকে প্রায়ই জিনিয়া টাকাপয়সা কেড়ে নিতেন। টাকা না দিলেই কটূক্তি করতেন। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। জিনিয়াকে গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে কোতোয়ালি থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)