• ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা, ৪ জেলায় বৃষ্টির 'অ্যালার্ট'; কবে থেকে?
    আজ তক | ০৫ মার্চ ২০২৫
  • প্রখর রোদের তেজ, সেইসঙ্গে বেলা বাড়লে তীব্র গরম। এখনই হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। ভরা বসন্তে গ্রীষ্মের আমেজ। তবে এরই মাঝে বৃষ্টির সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে রাজ্যে। তাহলে দোলের আগেই ৯ মার্চ ঢুকবে। অসমে ঘূর্ণাবর্ত  রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে চলতি সপ্তাহে কবে, কোন জেলায় বৃষ্টি হবে? জেনে নিন।

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। দিন বা রাতের তাপমাত্রা একই থাকবে। দক্ষিণবঙ্গে আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। দক্ষিণের কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আজ দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া
    চলতি সপ্তাহে উত্তরবঙ্গে চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৮ ও ৯ তারিখ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া, আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন নেই।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রার পারদ নামতে পারে। দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দক্ষিণবঙ্গে সামান্য কমেছে দিন ও রাতের তাপমাত্রা। আগামী দু'দিনে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে।
     
  • Link to this news (আজ তক)