• শতাধিক হোমগার্ড নিয়োগ হতে চলেছে কলকাতা পুলিশে, নবান্ন থেকে ছাড়পত্র পেল লালবাজার
    হিন্দুস্তান টাইমস | ০৫ মার্চ ২০২৫
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নানা সভা–সমাবেশ থেকে জানিয়েছিলেন, খুব শীঘ্রই পুলিশে নিয়োগ হবে। লালবাজারের পক্ষ থেকেও প্রস্তাব পাঠানো হয়েছিল যাতে নিয়োগ করা হয়। বেশ কিছু হোমগার্ডের প্রয়োজন আছে বলে প্রস্তাব পাঠানো হয়েছিল। এবার সেই প্রস্তাবে ছাড়পত্র দিল নবান্ন। তা এসে পৌঁছেছে লালবাজারে। আর তা থেকে জানা যাচ্ছে, কলকাতা পুলিশে ৫০০ জন হোমগার্ড নিয়োগ করা হবে। এই খবর এখন প্রকাশ্যে এসেছে। যা কর্মসংস্থানের জন্য বড় সুখবর। এই অর্থবর্ষের শুরুতেই নিয়োগ হতে চলেছে বলে লালবাজার সূত্রে খবর।

    এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে বলে পুলিশ সূত্রে খবর। নিয়োগ ছাড়পত্রে সেই কথার উল্লেখ রয়েছে। সুতরাং ৪৫০ জনকে নিয়োগ করা হবে। যাঁরা ফ্রেশার। আর বাকি ৫০ জন কর্মরত সিভিক ভলান্টিয়ার এবং যাঁরা যোগ্য। এই বিষয়টি জানাজানি হওয়ার পরই সিভিক ভলান্টিয়ারদের মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে। এভাবেও সিভিক ভলান্টিয়ারদের উন্নতি সম্ভব। সিভিক ভলান্টিয়ারদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বেতন বৃদ্ধি থেকে শুরু করে বোনাস এবং অবসরকালীন ভাতা নির্দিষ্ট করেছে রাজ্য সরকার। এবার উন্নতির পথও।


    অন্যদিকে সিভিক ভলান্টিয়াররা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের নানা কাজ করে থাকেন। তাতে পুলিশ ডিপার্টমেন্টের অনেক সুবিধা হয়। এদের মধ্যে অনেকেই আছেন যাঁরা অত্যন্ত যোগ্য। এবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই হোমগার্ড নিয়োগ করার ক্ষেত্রে একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন বলে সূত্রের খবর। তবে লালবাজার সূত্রে খবর, শুধু এনরোলমেন্ট কমিটিই নয় যোগ্য প্রার্থীদের ৬০ নম্বরের একটি লিখিত পরীক্ষাও দিতে হবে। সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেও একই নিয়ম। এই পরীক্ষায় পাশ করার পর হবে প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে নেওয়ার পর হোমগার্ড হিসাবে নিয়োগ করা হবে কলকাতা পুলিশে।

    এছাড়া কলকাতা পুলিশের এলাকা এখন অনেকটা বেড়ে গিয়েছে। তাই সেখানে এখন পুলিশকর্মীর প্রয়োজন আছে। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে। ফলে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকর্মীর প্রয়োজন। তাই লালবাজার থেকে হোমগার্ড নিয়োগ করার প্রস্তাব গিয়েছিল নবান্নে। আর তাতে সবুজ সংকেত মিলতেই এখন জোর প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা পুলিশের অধীনে ছিল ৩২৪ বর্গ কিমি এলাকা। সেটা এখন বেড়ে হয়েছে ৫৩০ বর্গ কিমিতে। এই পরিস্থিতিতে ৫০০ হোমগার্ড নিয়োগ হলে সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি আরও সুনিশ্চিত করা যাবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)