কলকাতায় দুঃসাহসিক ডাকাতি, মাথায় রিভলবার ঠেকিয়ে ১৫ লক্ষ টাকা লুট
দৈনিক স্টেটসম্যান | ০৫ মার্চ ২০২৫
খাস কলকাতায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। বড়বাজারে একটি বেসরকারি সংস্থার অফিস থেকে ১৫ লক্ষ টাকা লুট হয়েছে। অভিযোগ, বড়বাজারের বেসরকারি সংস্থায় ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ডাকাতরা। তার পর তাঁর হাত-পা বেঁধে ফেলে প্রায় ১৫ লক্ষ টাকা লুঠ করে পালায়। ঘটনার তদন্ত শুরু করেছে বড়বাজার থানার পুলিশ। অফিস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, তিনজন দুষ্কৃতী এই ডাকাতির ঘটনায় যুক্ত। বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা সিসিটিভি ফুটেজে দেখেন, তিন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় ছিল সাদা টুপি ও একজনের লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়। এর পর ঢোকে অন্য দু’জন। মিনিট দশেক পর তিনজনকেই হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। পাঁচতলার একটি অফিসে ডাকাতি হয়েছে।