• ছাইয়ের গাদায় মহিলার পোড়া দেহ! ফলতায় চাঞ্চল্য
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: খড়ের গাদায় মিলল এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। খুন করে কি পরিচয় গোপনের চেষ্টায় দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন উঠেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার সকালে এই ঘটনা দেখা যায়। জনবসতি এলাকার অদূরে একটি নির্জন জায়গা আছে। সেখানেই এদিন সকালে ছাই চাপা আগুন দেখা যায়। স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছন। দেখা যায়, ওই নিভু নিভু আগুনে এক মহিলার জ্বলন্ত মৃতদেহ পড়ে আছে। ঘটনা দেখেই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশে খবর দেন স্থানীয়রাই।

    ফলতা থানার পুলিশ অকুস্থলে গিয়ে ওই জ্বলে যাওয়া মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটিকে খুন বলেই মনে করছে পুলিশ। খড়ের গাদায় আগুন দিয়ে ওই মৃতদেহ পোড়ানো হয়েছে। তাহলে কি ওই মহিলার পরিচয় লুকনোর জন্যই এই কাজ? সেই প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই কাজ একার পক্ষে করা সম্ভব নয়। একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত। দেহটি সম্পূর্ণভাবে জ্বলে যাওয়ায় কোনওভাবেই তাঁকে চেনা যাচ্ছেন না।

    আশপাশের এলাকায় কোনও মহিলা, তরুণী নিখোঁজ কিনা, সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ওই নির্জন জায়গায় গ্রামের লোকজন খুব একটা যায় না। সেই সুযোগকেই কি কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা? গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আরও তথ্য সংগ্রহে র জন্য অকুস্থল ঘিরে রাখা হয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহের কাজও চলছে।
  • Link to this news (প্রতিদিন)