• চলতি সপ্তাহেই ৩৮-এর ঘরে পারদ! উইকেন্ডে ঘাম ঝরবে দক্ষিণবঙ্গবাসীর
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৫
  • নিরুফা খাতুন: উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপমাত্রার পারা পতন! কখনও গরম, কখনও ঠান্ডা। বসন্তে আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। তবে চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ফের ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায়-জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

    হাওয়া অফিস বলছে, দার্জিলিঙে লাগাতার বৃষ্টি চলবে। শনিবার বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। ওইদিন উপরের চার জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ, রবিবার।

    গত কয়েক দিনে সামান্য কমেছে দিন ও রাতের তাপমাত্রা। আগামী দু’দিনে আরও সামান্য নামতে পারে পারদ। উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যা হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।

    আজও কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ ও কাল তাপমাত্রা একইরকম থাকবে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। এ সপ্তাহেই ৩৪ ডিগ্রি সেলসিয়াসে উঠবে তাপমাত্রা।
  • Link to this news (প্রতিদিন)