• পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে চেক করতে দেবে না, উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন ধুন্ধুমার মালদায়
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • এ বার উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস ও টুকলি ঠেকাতে কড়াকড়ি সংসদের। আর তা নিয়েই ধুন্ধুমার বাধল মালদার বৈষ্ণবনগরের একটি পরীক্ষাকেন্দ্রে। আজ, বুধবার উচ্চমাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। প্রতিদিনের মতো এ দিনও বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে চেক করা চলছিল। তাতেই তুমুল অশান্তি শুরু হয়।

    অভিযোগ, পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হন সংশ্লিষ্ট স্কুলের ৬ জন শিক্ষক। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে, বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এর পরই সেই স্কুলে পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, যা ঘটেছে তা একেবারেই অনভিপ্রেত। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, তা নজরে রাখা হবে। একই সঙ্গে তিনি রিপোর্টও চেয়েছেন স্কুল কর্তৃপক্ষের কাছে।

    পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘দুই শিক্ষকের আঘাত একটু বেশি। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যা শুনেছি চেকিংয়ের সময় সমস্যাটা হয়েছে। পরীক্ষার্থীরা চেক করতে দেবে না বলে হইচই শুরু করে। কিন্তু চেকিংটা খুব স্বাভাবিক একটা পদ্ধতি পরীক্ষার সময়। আমাদের ২ হাজার ৮৯টা ভেন্যু রয়েছে। পশ্চিমবঙ্গের কোথাও এমন ঘটনা ঘটেনি। এই একটিতেই হলো। বাকিগুলিতে পরীক্ষা সুষ্ঠু ভাবেই হলো। এ সব ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স পলিসিতে বিশ্বাসী।’

    প্রসঙ্গত, চামগ্রাম হাইস্কুলে সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাইস্কুল এবং পারলালপুর হাইস্কুলের। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। অভিযোগ, তারই প্রতিবাদ জানায় এক দল ছাত্র। তাদের অবশ্য বক্তব্য, ব্যাগের চেন খুলে সার্চ শুরু হলেও, জামা কাপড় ধরেও সার্চ করা শুরু করলে তারা আপত্তি জানায়। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)