এই সময়: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক–ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে কলকাতা পুলিশের কর্মী–অফিসারদের পর নতুন করে এ বার এক চিকিৎসককে তলব করল সিবিআই। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের ভিজি়টিং প্রফেসর সুমিত রায় তপাদার মঙ্গলবার হাজির হন সিজিও কমপ্লেক্সে। তাঁর পাশাপাশি সেখানে সিবিআই এ দিন কয়েক জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে।
সিবিআই সূত্রের খবর, সিনিয়র চিকিৎসক সুমিত রায় তপাদারই প্রথম ওই নিথর তরুণী চিকিৎসককে দেখে বুঝেছিলেন যে, তিনি মারা গিয়েছেন। যদিও তার চার ঘণ্টা পরে ইমারজেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার পলি সমাদ্দার ওই তরুণী চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক সুমিতই ওই তরুণীর মৃত্যুর খবর প্রথম ফোন করে আরজি করের তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জানিয়েছিলেন। নির্যাতিতার মা-বাবা সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। সুমিত ও পলিকে ফের জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছিলেন তাঁরা। সেই মতো কলকাতা পুলিশের ১১ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পর চিকিৎসক সুমিতকে তলব করে এ দিন তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। সোম ও মঙ্গলবার কয়েক জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনে অন্য পুলিশকর্মী ও অফিসারদেরও বয়ান রেকর্ড করতে পারে সিবিআই।
শিয়ালদহ আদালতে সিবিআই আরজি করের খুন–ধর্ষণ মামলার স্টেটাস রির্পোট দিয়ে জানিয়েছে যে, তদন্ত রয়েছে চূড়ান্ত পর্যায়ে, শিগ্গিরিই পেশ করা হবে ফাইনাল রিপোর্ট। তার আগে চিকিৎসক ও পুলিশকর্মীদের বয়ান রের্কড করা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।