• পুরুলিয়ার কাছে বক্সার টাটানগর এক্সপ্রেসে আগুন, আতঙ্কিত যাত্রীরা
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • ফের চলন্ত ট্রেনের কামরায় আগুন। বক্সার টাটানগর এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। পুরুলিয়ার ছররা এলাকার কাছে ঘটনাটি ঘটে। হঠাৎই চলন্ত ট্রেনে আগুন লাগতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যাচ্ছেন রেলের আধিকারিকরা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

    জানা গিয়েছে, বক্সার থেকে এ দিন সাড়ে তিনটে নাগাদ টাটানগরের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। পুরুলিয়ার ছররা এলাকার কাছে এসে কালো ধোঁয়া লক্ষ্য করেন রেখে যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে কী ভাবে ট্রেনে আগুন লাগল সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)