• জীবিত যখন মৃত, ম্যাজিক ভোটার তালিকায়!
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • এই সময়, আরামবাগ: ইন্ডোর স্টেডিয়াম থেকে ভুয়ো ভোটার তালিকা নিয়ে সতর্ক এবং সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেই প্রকাশ্যে আসতে শুরু করেছে নতুন ধরনের ‘জীবিত ও মৃত’দের গল্প। মঙ্গলবার আরামবাগে ভোটার তালিকা স্ক্রুটিনি করার সময়ে বেরিয়ে এলো সেই জীবিত এবং মৃতের তালিকা! যিনি ভোটার তালিকায় মৃত, তিনি আসলে দিব্যি বেঁচে রয়েছেন।

    আবার এমন কিছু নাম তালিকায় যুক্ত হয়েছে, তাঁরা আদপে এই অঞ্চলের ভোটার–ই নন! যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের উপরে প্রভাব খাটিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে বিজেপি। যথারীতি সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে পদ্মশিবিরের দাবি, মিথ্যাচার করছে রাজ্যের শাসকদল। আর এই দু’পক্ষের মাঝখানে দাঁড়িয়ে ‘বৈধ’ ভোটাররা বলছেন, তাঁদের প্রকৃত অস্তিত্বটা কী! আরামবাগের আরান্ডি এলাকায় শুরু হয়েছে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ। তা করতে গিয়েই মঙ্গলবার প্রকাশ্যে আসে বিচিত্র ভূতুড়ে কাণ্ড।

    প্রতাপনগর গ্রামের ১৩ জন ভোটার রাতারাতি ‘মৃত’ হয়ে গিয়েছেন ভোটার তালিকায়। আবার এমন ন’জনের নাম তালিকায় যুক্ত হয়েছে, যাঁরা আদপে এই গ্রামের ভোটার–ই নন। খবর পেয়েই চলে আসেন আরামবাগ জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী। তিনি দেখেন, বৈধ ১৩ জন ভোটার পুরোনো ভোটার কার্ড নিয়ে সশরীরে দাঁডি়য়ে রয়েছেন। ঘটনা দেখে তাঁরাও বিস্মিত। কিন্তু কী করে এমনটা সম্ভব? আরামবাগ ব্লকের আরান্ডি–১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগরের ২৬১ নম্ব বুথে মোট ভোটার ৫৯২। এর মধ্যে পুরুষ ২৯৭ এবং মহিলা ২৯৫।

    আশিস কুমার ঘোষ, গঙ্গারানি ঘোষ, মিতা ঘোষ, দুলাল ঘোষ, গৌরচন্দ্র ঘোষ, তনুশ্রী ঘোষ, সবিতা ঘোষ, নমিতা মণ্ডল, গৌরীশঙ্কর পাল, তিস্তা পাল, উর্মিলা মণ্ডল, গোপীনাথ মোহন্ত, চন্দ্রশেখর রায়, এরা সকলেই এই বুথের ভোটার এবং পুরোদস্তুর জীবিত। যদিও তালিকা অনূুযায়ী তাঁরা মৃত! আবার তালিকায় রয়েছে জহর বাগ, বর্ণালী বাগ, তৃষা পুরকাইত, মাধবী সিং, লক্ষ্মীকান্ত মালিক, অমৃতা সর্দার, প্রিয়া মালিক, শ্রেয়া মাঝি মালিক। এঁরা কেউ–ই এই বুথের ভোটার নন, অথচ নাম রয়েছে ভোটার তালিকায়!

    তা কী করে সম্ভব? শাসকদলের দাবি, বহিরাগত এই সমস্ত লোকজনদের এখানকার ভোটার হিসেবে যুক্ত করে দেওয়া হয়েছে। পুরোনো ভোটার কার্ড নিয়ে হাজির সবিতা ঘোষ। গৌরচন্দ্র ঘোষের মন্তব্য, ‘দিব্যি বেঁচে রয়েছি। তা হলে ভোটার তালিকায় মৃত হলাম কি করে? এর উত্তর পাব কার থেকে?’ প্রশ্ন উঠছে, শুধুমাত্র প্রতাপনগর বুথ থেকেই যদি এত ভুয়ো ভোটারের নাম পাওয়া যায়, তা হলে বাকি বুথগুলিতে স্ক্রুটিনি হলে সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? যদিও আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন।

    তাঁর বক্তব্য, ‘তৃণমূল নতুন ভাবে এ সব নাটক শুরু করেছে। আসলে কিছুই হয়নি। ওরা মনগড়া গল্প প্রচার করছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষএই সমস্ত নাটুকেপনার যোগ্য জবাব দেবেন। চিৎকার করে কিছু লাভ হবে না।’ আরামবাগের এসডিও রবি কুমার মিনা পুরো ঘটনা শুনে হতবাক। তিনি বলেন, ‘পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সমস্ত তথ্য হাতে আসার পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)