• ট্যাব নিয়েও পরীক্ষা দেয়নি ৫০ হাজার পড়ুয়া, বললেন উচ্চ মাধ্যমিক সংসদ সচিব ...
    আজকাল | ০৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পড়াশোনার জন্য ট্যাব নিয়েও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫০ হাজার পড়ুয়া। বুধবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর একথা জানালেন সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক। তবে এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়, ব্যবস্থা নিলে তা রাজ্য সরকার নিতে পারে বলে তিনি জানিয়েছেন। শিক্ষা সংসদ ও রাজ্য প্রশাসনের ব্যবস্থাপনায় চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে সংসদ সচিব সন্তোষ প্রকাশ করেছেন। 

    মঙ্গলবার সকালে হাবড়ার বাণীপুর বাণীনিকেতন হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সংসদ সচিব। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর, সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো-জলের ব্যবস্থা ও ও নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা তিনি পরিদর্শন করেন। ওই কেন্দ্র থেকে বেরোনোর সময় সংসদ সচিব সাংবাদিকদের মুখোমুখি হন। চলতি বছর উল্লেখযোগ্য ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সে ব্যাপারে সংসদ সচিব বলেন, 'বয়সজনিত জটিলতার কারণে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গিয়েছিল। সেই ব্যাচটাই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক কম।' 

    ট্যাব নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার ব্যাপারে সংসদ সচিব বলেন, 'রেজিস্ট্রেশন করার পরে পরীক্ষা না দেওয়ার ঘটনা নতুন নয়। প্রত্যেক বছরই এমন ঘটনা ঘটে থাকে। প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দিচ্ছে না। ট্যাব রাজ্য সরকার দেয়। তাই আমরা কোনও পদক্ষেপ করতে পারি না। পদক্ষেপ যদি কিছু করতে হয় তা রাজ্য সরকারই করবে।' 

    একাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি ও সিলেবাস বিতর্ক নিয়ে এদের সংসদ সচিব বলেন, 'কোনও একটা ব্যবস্থা নতুন চালু হলে তা স্বাভাবিক হতে একটু সময় লাগে। এক্ষেত্রেও তা-ই হয়েছে। দুই এক বছর পার হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।' একাদশ শ্রেণির পাঠ্যসূচি নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ আছে। শিক্ষকদের পক্ষ থেকে পাঠ্যসূচি বদলের জন্য সংসদে আবেদন করেছেন। সে ব্যাপারে সংসদ সচিব বলেন, 'বিষয়টা আমাদেরও নজরে আছে। আমরাও খোঁজখবর রাখছি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' এদিন সংসদ সচিব হাবড়া ও অশোকনগর মিলিয়ে মোট ১০টি স্কুল পরিদর্শন করেন।
  • Link to this news (আজকাল)