• কোচবিহারে আসছে আইপিএল ট্রফি, ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন ক্রিকেটপ্রেমীরা...
    আজকাল | ০৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শুরু হতে চলেছে বছরের অন্যতম ক্রিকেট পার্বণ আইপিএল। আর সেই ক্রিকেট উন্মাদনাকে বাড়িয়ে তুলতে বুধবার কোচবিহারে আসছে আইপিএল ট্রফি। বিকেল তিনটে থেকে কোচবিহার স্টেডিয়ামে ট্রফির প্রদর্শনী শুরু হবে। চলবে রাত ন’টা পর্যন্ত। ইতিমধ্যেই কেকেআর-এর অফিসিয়াল ফেসবুক পেজেও এই ঘোষণা করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তরফে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ট্রফিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সেই ‘ট্রফি ট্যুর’-এর অঙ্গ হিসেবে কেকেআর কর্তৃপক্ষ কোচবিহারে তাদের ট্রফিটি নিয়ে আসছেন। লক্ষ্য, আরও বেশি ফ্যানদের কাছে পৌঁছে যাওয়া। তবে শুধু সামনে থেকে দেখাই নয়, আইপিএলের ট্রফির সঙ্গে ক্রিকেটপ্রেমীরা ছবিও তুলতে পারবেন। 

    কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, 'বিগত বছরে আইপিএল জয় করেছিল কেকেআর। তাই কেকেআর-এর পক্ষ থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ট্রফি প্রদর্শন করা হবে। ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএলের উন্মাদনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এই ব্যবস্থা করা হচ্ছে। একেবারেই সামনে থেকে এই ট্রফি কে শুধুই দেখতে পাওয়া যাবে না। ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন সমর্থকরা।'

    উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে কোচবিহার স্টেডিয়ামে আইপিএলের ফ্যান পার্ক তৈরি করা হয়েছিল। আইপিএলের গভর্নিং বডির তরফে ফ্যান পার্কে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ব্যবস্থাও করা হয়েছিল। সেই ফ্যান পার্কে একদিনে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ম্যাচ দেখেছিলেন। যা অন্য ফ্যান পার্কের তুলনায় অনেক বেশি। এখানে আইপিএল নিয়ে উৎসাহের কথা মাথায় রেখেই এই ট্রফি ট্যুর।
  • Link to this news (আজকাল)