• বই ছাপার আড়ালে ছাপা হচ্ছিল নকল ডিয়ার লটারি, গ্রেপ্তার ৫
    আজকাল | ০৫ মার্চ ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: বহাল তবিয়তে চলছিল বই ছাপার আড়ালে নকল ডিয়ার লটারি ছাপানোর কারবার। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ডানকুনি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,দিল্লি রোড সংলগ্ন ডানকুনি পুরসভার ২নং ওয়ার্ডের পাড়ডানকুনি এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার নকল লটারির টিকিট। ধৃত ৫ জনকে বুধবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। ধৃত দুজনকে পুলিশ হেফাজত এবং তিনজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকমাস ধরেই গোডাউন ভাড়া বই ছাপানোর করবার শুরু করে এ বি এন্টারপ্রাইজ। একইসঙ্গে ওই কোম্পানির আড়ালে চলছিল নকল লটারি ছাপার কারবার। বাজেয়াপ্ত করা নকল লটারির টিকিটে নম্বর ছিলনা। নম্বর দেওয়ার পর সেটা বাজারে চালানো হতো। সাধারণ ক্রেতা জাল টিকিট টেরও পেত না। কোথায় ওই টিকিটে নম্বর দেওয়া হত তার সন্ধান শুরু করেছে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশের তদন্তকারীরা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তরা কলকাতার রাজাবাজার এবং উত্তর ২৪ পরগনার টিটাগড় এলাকার বাসিন্দা।
  • Link to this news (আজকাল)