• অসুস্থ যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত, ভর্তি করানো হল হাসপাতালে
    দৈনিক স্টেটসম্যান | ০৫ মার্চ ২০২৫
  • ক্যাম্পাসে এসে ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভাস্কর গুপ্তকে ডেডলাইন দিয়েছিলেন পড়ুয়ারা। এরই মধ্যে বুধবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়লেন উপাচার্য। পরিবারের তরফে তাঁকে ভর্তি করানো হল বাইপাসের ধারের এক হাসপাতালে। উপাচার্যের পরিবার সূত্রে খবর, শনিবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর। বুধবার সকালে তাঁর রক্তচাপের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। সূত্রের খবর, বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে উপাচার্যকে।

    শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির পরে ওইদিন রাতেই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ভাস্কর। সেখানে তাঁকে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয়। উপাচার্যের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তারপর থেকে বাড়িতেই ছিলেন তিনি। এরই মধ্যে বুধবার সকালে তাঁর রক্তচাপ বেড়ে যায়। তারপরেই স্বামীকে নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে রওনা দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত। সেখানে ভাস্কর গুপ্তর শারীরিক পরীক্ষার পর হাসপাতালের ভর্তির সুপারিশ করেন চিকিৎসক। তারপরই তাঁকে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    চিকিৎসক অরিন্দম বিশ্বাস যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যের শারীরিক পরীক্ষার করেন। তিনি বলেন, আপাতত স্থিতিশীল রয়েছেন ভাস্কর গুপ্ত। তবে তাঁর রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। সেই কারণেই তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার প্রয়োজন রয়েছে বেশ কয়েকদিন। ভাস্করবাবুর এমআরআই করা হবে। যেহেতু বছর কয়েক আগে ভাস্করবাবুর একবার সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে, তাই আমরা দ্রুত তাঁকে ভর্তি করে নিয়েছি।

    প্রসঙ্গত, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন জখম হন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো দুই পড়ুয়াও জখম হন বলে দাবি বামপন্থী ছাত্র সংগঠনের। অভিযোগ, দুই পড়ুয়ার মধ্যে এক জনকে চাপা দিয়েছে মন্ত্রীর গাড়ি। অন্য জনের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে। এই দুই ঘটনায় নিয়ে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। ওইদিন রাতে ক্যাম্পাসের তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    তারপর থেকে উত্তেজনা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। জুটা, ওয়েবকুপা, ওয়েবকুটা-সহ চারটি শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা সেই বৈঠকে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও বৈঠকে ছিলেন। শনিবারের ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়া ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার বিষয়েও কথা হয়েছে বৈঠকে। এর পাশাপাশি বৈঠকে শনিবারের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব দেন উপাচার্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)