পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, মৃত্যু স্বরূপনগরের যুবকের
দৈনিক স্টেটসম্যান | ০৫ মার্চ ২০২৫
গুলি করে খুন করা হল এক যুবককে। উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ইসারুল গাজি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কারা ওই যুবককে কী কারণে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই যুবকের পূর্ব পরিচিত।
বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বছর ৩২-এর ইসারুল গাজি বাইক নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় দুটি বাইকে করে ৬ জন দুষ্কৃতী এসে ইসারুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় পালানোর চেষ্টা করেন ওই যুবক। পাশের বাড়িতে আশ্রয়ও নেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা গিয়ে ওই যুবকের গা থেকে কোট খুলে নিয়ে পালিয়ে যায়।
এলাকার বাসিন্দারা জখম যুবককে উদ্ধার করে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে দুষ্কৃতীরা ওই যুবকের কোট খুলে নিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত ওই কোটে মূল্যবান কিছু ছিল। সেই কারণেই সেটি নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে। ওই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বিরুদ্ধেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তার জেরে কোনও শত্রুতা থাকতে পারে দুষ্কৃতীদের সঙ্গে। বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। আশা করছি, তাঁদের দ্রুত গ্রেপ্তার করা যাবে।’