• ভয়ংকর দৃশ্য! মাঠের মাঝে জ্বলন্ত খড়ের গাদা! এক মহিলাও সেই আগুনে জ্বলেপুড়ে 'খাক্'...
    ২৪ ঘন্টা | ০৫ মার্চ ২০২৫
  • নকিব উদ্দিন গাজী: জ্বলন্ত খড়ের গাদা থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ দেহ! উদ্ধার ফলতার বুদা গ্রামে! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

    নির্জন এলাকায় জ্বলন্ত খড়ের গাদা থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুদা এলাকার। দেহ এতটাই পুড়ে গিয়েছে যে, উদ্ধার হওয়া মহিলার পরিচয় এখনও জানা যায়নি। 

    স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, ফলতার বুদা গ্রামের ফাঁকা মাঠে একটি খড়ের গাদায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আগুন দেখে ছুটে গেলে খড়ের গাদার মধ্যেই এক মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান। 

    পরে খবর পেয়ে ফলতা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিস মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে ফাঁকা মাঠে জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ওই মহিলার দেহ এল তা নিয়ে উঠছে প্রশ্ন। 

    ওই মহিলা কি আত্মঘাতী হয়েছেন নাকি কেউ তাঁকে খুন করে প্রমাণ লোপাট করতে দেহ জ্বালিয়ে দিয়েছে? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস। মহিলার পরিচয় শনাক্তকরণে খোঁজ শুরু করেছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)