প্রসেনজিৎ সর্দার: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ স্বামীর প্রেমিকার বিরুদ্ধে। তদন্তে পুলিস। গ্রেফতার এক। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন ওই গৃহবধূ। আর তাই তাঁর উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্বামীর প্রেমিকার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফের গৌড়দহ এলাকায়। ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পুলিস সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম ক্রান্তি মজুমদার। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, গৌড়দহ এলাকার বাসিন্দা সচ্চিদানন্দ সমাদ্দার, স্ত্রী ক্রান্তি মজুমদার ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। কর্মসূত্রে বাইরে থাকার সময় তিনি সোনারপুর এলাকার চন্দনা মিস্ত্রি নামে এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হতেই নিজের স্ত্রী ক্রান্তি প্রতিবাদ জানায়। যারপরই তাঁর স্বামী সচ্চিদানন্দ, প্রেমিকা চন্দনা মিস্ত্রির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সম্পর্ক ছিন্ন করতেই চন্দনা মিস্ত্রি, উৎপল মন্ডল নামে এক যুবককে নিয়ে প্রেমিক সচ্চিদানন্দের খোঁজ করতে তাঁর বাড়িতে আসে। সেখানে তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী ক্রান্তির উপর চন্দনা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে ক্রান্তির মাথায় আঘাত করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন।
স্থানীয়দের আসতে দেখেই চন্দনা মিস্ত্রি তড়িঘড়ি পালিয়ে যান। তবে স্থানীয়রা উৎপল মণ্ডল নামে ওই যুবককে ধরে ফেলেন। তাঁর কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করে। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় ক্রান্তিকে উদ্ধার করে প্রথমে তাঁকে চিকিৎসার জন্য ঘুটিয়ারি শরীফ হাসপাতাল নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। উৎপল মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস। হামলার ঘটনায় পলাতক চন্দনা মিস্ত্রির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।