• জাতীয় সড়কে সোজা লরির পিছনে ধাক্কা! ভয়াবহ দুর্ঘটনার কবলে পুরী ফেরত ট্যুরিস্ট বাস, ২৫ যাত্রী..
    ২৪ ঘন্টা | ০৫ মার্চ ২০২৫
  • ই. গোপী: পুরী থেকে ফেরার পথে নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই ট্যুরিস্ট বাস। আহত প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী। জানা গিয়েছে, পুরী থেকে প্রায় ৭০ জন পর্যটক-যাত্রীকে নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল বাসটি। তখনই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। সোজা লরির পিছনে ধাক্কা মারে যাত্রী বোঝাই ট্যুরিস্ট বাস।

    বুধবার ভোর রাতে জাতীয় সড়কের উপরই লরির পিছনে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার জেরে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিস। আহতদের উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    আহতদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের আবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসের যাত্রী অধিকাংশ ট্যুরিস্টের বাড়ি পাণ্ডবেশ্বর থানা এলাকার বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে থেকে উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)