শেখর চন্দ্র, আসানসোল: আসানসোলের হস্তশিল্প মেলায় (Asansol Handicraft Fair) বিধ্বংসী আগুন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। পুড়ে ছাই একাধিক দোকান। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। আতঙ্ক এলাকায়।
প্রাথমিক অনুমান, বুধবার দুপুরের দিকে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে। তা থেকে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র ও সামগ্রী থাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।
মেলায় দোকান দেওয়া মালিকদের অভিযোগ, মেলায় কোনও দমকলের ব্যবস্থা করা হয়নি। ঘটনার পর ১ ঘণ্টা পরে দমকল আসে বলেও অভিযোগ করেছেন তাঁরা। দমকল তাড়াতাড়ি আসলে বিপুল ক্ষয়ক্ষতি আটকানো যেত বলে দাবি করেছেন তাঁরা। এক ব্যবসায়ী বলেন , “মেলাতে খাবারের দোকান থেকে আগুন ছড়াতে শুরু করে। আগুন লাগার পর আমরাই বালতি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। দমকল আসেনি। প্রচুর টাকার ক্ষয়-ক্ষতি হয়ে গেল।” আরও এক মহিলা ব্যবসায়ীর দাবি, “আগুন লাগার প্রায় ৪০-৪৫ মিনিট পর দমকল আসে। সঙ্গে সঙ্গে কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমরাই আগুন নেভানোর কাজে হাত লাগাই।”
উল্লেখ্য, দিন কয়েক আগে আসানসোলে (Asansol) হস্তশিল্প মেলার (Handicraft Fair) উদ্বোধন হয়। প্রচুর ব্যবসায়ীরা তাঁদের পসরা এসেছেন। কিন্তু এই অগ্নিকাণ্ডের পর মেলার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা। এদিকে কী করে আগুন লাগল তা নিয়েও ধোঁয়াশা। ঘটনাস্থলে রয়েছে দমকল ও পুলিশের আধিকারিকরা।