• যাদবপুরে ‘অচলাবস্থা’ কাটাতে হাই কোর্টে জনস্বার্থ মামলা, ‘রাজ্যই পদক্ষেপ করুক’, মন্তব্য প্রধান বিচারপতির
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৫
  • গোবিন্দ রায়: গত কয়েকদিন ধরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র আন্দোলনের জেরে ব্যাহত পঠনপাঠন। গোটা ঘটনায় হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে আগেই জনস্বার্থ মামলায় হয়েছিল। এদিন দ্রুত শুনানিরও আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানেই প্রধান বিচারপতি জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন আছে। রাজ্যের নিজস্ব ক্ষমতা আছে।” রাজ্যকে নিজের মতো পদক্ষেপ করার কথাই বলেন প্রধান বিচারপতি। পাশাপাশি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন তিনি।

    গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর হয়। তিনি আহতও হন। এদিকে জখম হন দুই বাম ছাত্র নেতা। এরপরই গোটা পরিস্থিতি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। বুধবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবী অর্ক নাগ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে যাদবপুরের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেন। জানান, ছাত্র আন্দোলনের জেরে বন্ধ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না।

    এরপরই প্রধান বিচারপতি বললেন, “যাদবপুরের অবস্থা খবরে পড়লাম। কী করা যায় এখানে, নির্বাচন হয়নি। একদম ল অ্য়ান্ড অর্ডারের বিষয়। পুলিশ আসুক।” তবে বিষয়টাকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় বলেই মন্তব্য করেছেন তিনি। বলেন, “ওরা সবাই ছাত্র। রাজ্যকে পদক্ষেপ নিতে দিন। রাজ্যের নির্দিষ্ট ক্ষমতা আছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতা আছে। আমরা এখানে বসে নেই, তাদের ক্ষমতা কী সেটা জানানোর জন্য।” এরপরই দ্রুত শুনানির আর্জি খারিজ করেন প্রধান বিচারপতি। তবে আগামিকাল মামলা শোনা হতে পারে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)