• বাড়িতে একা পেয়ে শিশুকে যৌন নির্যাতন! জামায় রক্তের দাগ দেখে থানায় পরিবার, আটক প্রতিবেশী কিশোর
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৫
  • নিরুফা খাতুন: শোভাবাজারের পর টালিগঞ্জ! ফের খাস কলকাতায় যৌন নির্যাতনের শিকার ৭ বছরের এক শিশু। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে টালিগঞ্জ থানার পুলিশ।

    জানা গিয়েছে, টালিগঞ্জের সাহেব পাড়ার বাসিন্দা ওই শিশু। বাবা-মা ও দেড় বছরের বোনের সঙ্গে থাকত সে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই কিশোর বাড়িতে ঢুকে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। প্রথমে পরিবারকে কিছুই জানায়নি আতঙ্কিত শিশু। পরে পোশাকে রক্তের দাগ দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করতে সব ঘটনা জানিয়ে দেয় সে। এরপরই থানায় অভিযোগ দায়ের করতে ছোটে পরিবার। অভিযোগ, প্রথমে তাদের কথা শুনতে চায়নি পুলিশ। সাহায্যও করছিল না বলে দাবি পুলিশের। অনেকবার অনুরোধের পর অভিযোগ নিতে রাজি হয় তারা। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তর বয়স ২০-২২ বছর। কিন্তু পুলিশ অভিযুক্তর নথি খতিয়ে দেখছে সে নাবালক কি না।

    নির্যাতিতার মা জানান, তিনি দেড় বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তখন তাঁর বড় মেয়ে ঘরের খাটে ঘুমোচ্ছিল। ঘণ্টা খানেক বাদে ফিরে তিনি দেখেন, মেয়ের মুখে ভয়ের ছাপ। প্রথমে খুব একটা আমল দেননি। তারপর জামায় রক্তের দাগ দেখে সন্দেহ হয়। তখনই জিজ্ঞেস করতেই বিষয়টা জানাজানি হয়। পরিবারের দাবি, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবা তাঁদের মেয়েকে যৌন নির্যাতন করেছে ওই কিশোর। ভয় পেয়ে তখন বাড়িতে কিছু জানায়নি শিশু।

    উল্লেখ্য, কয়েক মাস আগে শোভাবাজারে সাত মাসের এক পথশিশুকে ধর্ষণ করেছিল এক ভবঘুরে। পরে সিসিটিভি দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। চার্জশিট জমার ৪০ দিনের মধ্যে তাকে ফাঁসির সাজাও শুনিয়েছে আদালত। তারপরেও একের পর এক যৌন হেনস্তার ঘটনা ঘটছে কলকাতায়।
  • Link to this news (প্রতিদিন)