• মমতার ভবানীপুরে পদ্ম ফোটাতে মরিয়া শুভেন্দু, অফিস খুলছেন মুখ্যমন্ত্রীর পাড়াতেই?
    হিন্দুস্তান টাইমস | ০৫ মার্চ ২০২৫
  • বাংলার বিধানসভা নির্বাচনের এখনও বাকি অন্তত বছর খানেক। কিন্তু, এর মধ্যেই উত্তাপ বাড়তে শুরু করেছে কলকাতার ৭৩ নম্বর ওয়ার্ডে। কারণ, ওই ওয়ার্ড শহর তথা রাজ্যের সবথেকে বড় 'ভিভিআইপি ওয়ার্ড'। আর, এই ভিভিআইপি ওয়ার্ডেই এবার ঘাঁটি গাড়তে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

    এমনিতে ভবানীপুর হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। আর, ৭৩ নম্বর ওয়ার্ডেই রয়েছে মমতার কালীঘাটের বসত ভিটে। আবার, এই ওয়ার্ডেই আলাদা বাড়িতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অফিসও এই ওয়ার্ডের মধ্যেই পড়ে। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ড থেকেই কলকাতা পুরনিগমের নির্বাচিত কাউন্সিলর।

    এহেন 'হাই-প্রোফাইল' ওয়ার্ডেই তাঁর কার্যালয় খুলতে চলেছেন শুভেন্দু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ মে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হতে পারেন! কিন্তু, এই সম্ভাবনা একেবারেই হাওয়ায় ভাসছে। কোনও তরফ থেকে কোনও পক্ষ এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি।

    প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে মোট আটটি ওয়ার্ড নিয়ে। এগুলি হল - কলকাতা পুরনিগমের অন্তর্গত - ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড। গত লোকসভা নির্বাচনের হিসাব বলছ, এই আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই রাজ্যের শাসকদলের জয়ের ব্যবধান ছিল বিরাট। সেই কারণেই সামগ্রিকভাবে জয়ী হন তৃণমূলের প্রার্থী।

    কিন্তু, লক্ষ্যণীয় বিষয় হল, গত লোকসভা নির্বাচনে মমতার ৭৩ নম্বর ওয়ার্ডে বিজেপি পিছিয়ে ছিল মাত্র ২৭৯টি ভোটে! আবার, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওই ৭৩ নম্বর ওয়ার্ডেই বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে গিয়েছিল! অন্যদিকে, ২০১৫ সালের পুরভোটে ভবানীপুরের দু'টি ওয়ার্ডে সফলভাবে পদ্ম ফুটিয়েছিল বিজেপি!

    অন্যদিকে, একুশের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জোর টক্কর ও বিস্তর বিতর্কের পর শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্য়ায় পরাজিত হন মাত্র ১,৯৫৭টি ভোটের ব্যবধানে। তারপর ভবানীপুর থেকে ফের ভোটে দাঁড়ান মমতা। জয়ী হন ৫৮,৮৩৫টি ভোটের ব্য়বধানে।

    এই প্রেক্ষাপটে ভবানীপুরে মমতাকেই তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ধরে নিয়ে সেখানকার মোট আটটির মধ্যে সাতটি ওয়ার্ডে জেতার কৌশল নিয়েছেন শুভেন্দু। যে ওয়ার্ডটিকে তিনি বাদ রেখেছেন, সেটি হল সংখ্যালঘু অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ড। এবং সূত্রের দাবি, শুভেন্দু তথা বিজেপি ধরেই নিয়েছে, ওই ওয়ার্ডে মমতাকে হারানো যাবে না।

    গত প্রায় ১০ বছরের পরিসংখ্যান পাথেয় করে শুভেন্দু ভবানীপুর জেতার কৌশল নিয়েছেন। এই কেন্দ্রে বিজেপির ভোট বাড়াতে নাকি 'গোপন টিম' তৈরি করা হয়েছে! যে টিমের সম্ভাব্য সদস্য সংখ্যা ১০০ জনেরও বেশি।

    স্থির করা হয়েছে, এই টিমের সদস্যরা ২ মাস অন্তর তথ্য সংগ্রহ করে পরিস্থিতির আঁচ পাওয়ার চেষ্টা করবেন। সেই তথ্যের উপর ভিত্তি করে এবং এলাকার ভোটার তালিকা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। আর, সেই পুরো বিষয়টা পরিচালনা করা হবে শুভেন্দুর ৭৩ নম্বর ওয়ার্ডের নয়া কার্যালয় থেকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)