এবার লন্ডন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিলেন তিনি। লন্ডনে যাচ্ছেন আগামী ২১ মার্চ। দুবাই হয়ে লন্ডনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর। শিল্প নিয়েও সেখানে হতে পারে বৈঠক। আগামী ২৯ মার্চ কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তাঁর। এই আমন্ত্রণের কথা ২০২৪ সালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী।
এদিকে বাংলার যে প্রভূত উন্নতি তিনি ঘটিয়েছেন এবং এতগুলি সামাজিক প্রকল্প মানুষের জীবনে যে বিপুল সমস্যা দূর করেছেন তা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। কেমন করে এই অসাধ্য সাধন করলেন? যেন এই প্রশ্নেরই জবাব দিতে চলেছেন তিনি। সূত্রের খবর, আগামী ২১ মার্চ কলকাতা থেকে বিমানে দুবাই এবং তারপর সেখান থেকে লন্ডন পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কয়েকটি কর্মসূচি আছে। সেখানে কয়েকজন শিল্পপতির সঙ্গে বৈঠক করবেন তিনি।
২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেবার শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আপাতত স্থগিত রাখা হচ্ছে ওই অনুষ্ঠান। এমন ঘটনা শেষ মুহূর্তে ঘটে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ আবার এসেছে। সেখানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে তা একপ্রকার চূড়ান্ত বলে নবান্ন সূত্রে খবর। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই বিশেষ সম্মান পেয়েছেন।
এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বিদেশ সফরে অনুমতি দেয়নি কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। একবারই দেওয়া হয়েছিল বিদেশ থেকে লগ্নি টানার জন্য। তখন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেখানে গিয়ে ছিলেন। এবার মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেয়েছেন বিদেশমন্ত্রক থেকে বলে সূত্রের খবর। ২০১৭ সালের ১২ নভেম্বর লন্ডন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের তৎকালীন কয়েকজন মন্ত্রীও। এই বিষয়ে ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এবার আমি অক্সফোর্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান।’