• অঙ্ক নিয়ে ভয় কাটাতে ডিজিটাল কনটেন্ট, নয়া পদক্ষেপ স্কুলশিক্ষা দফতরের
    হিন্দুস্তান টাইমস | ০৫ মার্চ ২০২৫
  • অঙ্ক নিয়ে পড়ুয়াদের মধ্যে কমবেশি ভয় কাজ করে। গৃহ শিক্ষকের কাছে টিউশন হোক বা স্কুলের ক্লাসে অঙ্ক নাম শুনলেই অনেকের জ্বর আসে। আর অঙ্ক পরীক্ষার সময় ঘাম ছুটে যায় অনেক পড়ুয়ার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের মধ্যে অঙ্ক নিয়ে প্রচুর ভয় কাজ করে। ফলে অনেকেই কোনওভাবে পাশ মার্ক উঠিয়ে নেওয়ার চেষ্টায় থাকেন। এবার পড়ুয়াদের মধ্যে এই ভয় কাটাতে বিশেষ পদক্ষেপ করতে চলেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।


    সাধারণত অন্যান্য বিষয় মুখস্ত করে চালানো গেলেও অঙ্কের ক্ষেত্রে সেটা হয় না। কারণ পরীক্ষার হলে গিয়ে অঙ্ক না মিললেই উত্তর খুঁজতে গিয়ে মানসিক চিন্তায় পড়তে দেখা যায় পরীক্ষার্থীদের। সেই কারণে পড়ুয়াদের মধ্যে অঙ্ক নেই ভীতির পরিবেশ কাটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এর জন্য ডিজিটাল কনটেন্ট সরবরাহ করা হবে পড়ুয়াদের। ২০২৫-২৬ সাল থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী ১০ মার্চ দফতরের বাজেটে এ বিষয়টি বিধানসভায় পেশ করতে পারেন বলে জানা গিয়েছে।বাজেটে বইয়ে লেখা হয়েছে, ‘উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অঙ্কের শিখন-শিক্ষনের জন্য ডিজিটাল কনটেন্টের মানোন্নয়ন।’  


    মূলত ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মধ্যে অঙ্কের ভয় দূর করার এবং অংক নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করাই এর উদ্দেশ্য। বিদ্যালয়গুলিতে এর তত্ত্বাবধানে রয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং ।  https://sekha-scert.wb.gov.in এই ওয়েবসাইট থেকে পড়ুয়ারা এই ডিজিটাল কনটেন্ট পাবে। সেখানে পড়ুয়ার নিজেরাই দেখতে পারবেন, পড়তে পারবেন এবং শিখতে পারবেন। এর নাম দেওয়া হয়েছে ‘নিজে পড়া, নিজে শেখা।’ ছাত্রছাত্রীদের সেলফ লার্নিংয়ের ব্যবস্থা থাকবে সেখানে। আগে ইংরেজি বিষয়ের উপরে এরকম ব্যবস্থা ছিল। এবার তার সঙ্গে যুক্ত করা হল অঙ্ককে। এর ফলে পড়ুয়াদের কোনও সমস্যা হলে তারা শিক্ষকদের কাছে প্রশ্ন করতে পারবে। আবার শিক্ষকরাও এ বিষয়ে সমস্যায় পড়লে এডুকেটরদের সাহায্য নিতে পারবেন। শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এর লক্ষ্য হল পড়ুয়াদের মধ্যে অঙ্ক নিয়ে আগ্রহ তৈরি করা যাতে কোনওভাবে পরীক্ষার সময় তারা মানসিক চাপের মধ্যে না পড়ে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)