সুতন্দ্রার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে হাইকোর্টে মা, দ্রুত শুনানির আবেদন
হিন্দুস্তান টাইমস | ০৫ মার্চ ২০২৫
পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় উদীয়মান নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। এবার এই মৃত্যুর ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করতে চান সুতন্দ্রার মা। আজ, বুধবার মায়ের আইনজীবী মামলা দায়ের করার আবেদন জানান। একইসঙ্গে এই মামলার দ্রুত শুনানির জন্যও আর্জি জানান। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার তরুণীর মায়ের আইনজীবীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি বলে মায়ের অভিযোগ খারিজ করেছিল পুলিশ। কিন্তু পুলিশের এই দাবি মানতে নারাজ মা তনুশ্রী চট্টোপাধ্যায়। মায়ের বক্তব্য, তাঁর মেয়েকে ইভটিজিং করা হয়েছিল। এই ঘটনার এবার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন মা।
আগামীকাল, বৃহস্পতিবার আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য আইনজীবীকে পরামর্শ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে সুতন্দ্রার মা তনুশ্রী দেবীর অভিযোগ, তাঁর মেয়েকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। তাঁর মেয়ে ইভটিজিংয়ের শিকার। তার জেরেই এই মৃত্যু। চন্দননগর থানায় একই অভিযোগ করেন মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। এবার মেয়ের মৃত্যুর কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের।
এদিকে সুতন্দ্রার গাড়ির চালক এবং সঙ্গীরা প্রথম দাবি করেন, ইভটিজিং হয়েছিল। তাঁদের গাড়িতে ধাক্কা মারা হয়েছিল। তাঁদের গাড়ি ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে সার্ভিস রোডে গিয়ে পথ দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি। পুলিশ ইভটিজিংয়ের অভিযোগ খারিজ করে দিয়ে সিসিটিভি ফুটেজ সামনে আনে। আর তার পরেই সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, সুতন্দ্রা ম্যাডাম বলেছিল সাদা গাড়িকে ধাওয়া করে ধরতে। তাই তিনি একশো কিমি বেগে ওই সাদা এসইউভি গাড়িকে ছুটিয়ে নিয়ে যান। আর তখনই দুর্ঘটনায় পড়েন।
অন্যদিকে ওই গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। সমস্ত সিসিটিভি ফুটেজ জোগাড় করার কাজ চলছে। বেশিরভাগ ফুটেজ মিলেছে। পেট্রল পাম্পের মালিকের সঙ্গে পুলিশ কথা বলেছে। যে পেট্রল পাম্পে সাদা এসইউভি গাড়ি দাঁড়িয়েছিল বলে দাবি করা হয়ে ছিল। সেখানের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। ওই সাদা গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। আর গতকাল সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।