টালিগঞ্জে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ, আটক করা হয়েছে এক যুবককে
হিন্দুস্তান টাইমস | ০৫ মার্চ ২০২৫
আবার রাজ্যে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। তাও আবার খাস কলকাতায়। খোদ দক্ষিণ কলকাতার বুকে নাবালিকাকে শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এবার টালিগঞ্জ থানা এলাকায় এমন অভিযোগ ওঠায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। ওই শিশুটির বয়স ৭ বছর। তার সঙ্গে এমন পাশবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই নাবালিকা ধর্ষণের ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারাও অত্যন্ত ক্ষুব্ধ। মূল অভিযুক্তকে কড়া শাস্তি দিতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা।
এই ঘটনার পর এখন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে এক যুবককে। সে ওই এলাকারই বাসিন্দা। তবে ওই যুবকই এই কাণ্ড করেছে কিনা সেটা নিশ্চিত নয়। তাই তাকে গ্রেফতার করা হয়নি। বরং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই সবটা বের করে আনতে চাইছে পুলিশ। যদি এই যুবক ধর্ষণ করে থাকে তাহলে সে গ্রেফতার হবে। আর যদি জেনে থাকে তাহলে সেই অপরাধীকে ধরা হবে। ইতিমধ্যেই অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে পরিবারের সদস্যরা।
এই ঘটনা নিয়ে এখন এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে নির্যাতিতার মা বলেন, ‘আমি গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটা জানতে পেরেছি। ওর প্যান্টে রক্তের দাগ লেগে ছিল। আর গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল। মেয়ে এখন বলছে, এই প্রথম নয়, একমাস আগেও ওর সঙ্গে এমন নির্যাতন হয়েছিল। গতকাল বাড়িতে ছেলেটা কখন ঢুকেছিল বুঝতে পারিনি। মেয়ে তো তখন বাড়িতেই ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই যে এটা ঘটে যাবে সেটা ভাবতে পারিনি। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ একজনকে আটক করেছে। আমি চাই অভিযুক্তর ফাঁসি হোক।’
তবে সূত্রের খবর, পুলিশ যাকে আটক করেছে সেই প্রকৃত অভিযুক্ত। অন্য কেউ নয়। এই এলাকায় দুঃস্থ বাচ্চাদের পড়ানোর কাজ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থার কর্মীরাও এই দোষীর কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছেন। নির্যাতিতা শিশুটি এই স্বেচ্ছাসেবী সংস্থার এক শিক্ষিকার কাছে পড়ত। ওই শিক্ষিকা সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি ভোরবেলা জানতে পেরেছি। আমি কর্মসূত্রে বাইরে থাকি। আমি খবর পেয়েই তাই সব ফেলে গাড়ি নিয়ে চলে আসি। ৭ বছরের শিশুর উপর এমন বর্বর অত্যাচার মেনে নেওয়া যায় না। আমি চাই ঘটনার সঠিক বিচার হোক। আর দোষীর শাস্তি হোক।’