• দমদমে মদ্যপ ব্যক্তির সঙ্গে বচসায় চোখ উপড়ে নিল যুবক, পাল্টা ‘গণপিটুনি’তে মৃত্যু অভিযুক্তের
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ দমদমে। এক যুবকের চোখ উপড়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। পরে এলাকাবাসীর মারধরে অভিযুক্তের মৃত্যু হয় বলে অভিযোগ। বুধবার প্রমোদনগরে এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, নিহত যুবকের নাম গোকুল মণ্ডল (৪৩)। বুধবার দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে এই ঘটনা ঘটে।

    এলাকার লোকজনের বক্তব্য, বছর চল্লিশের এক যুবক এ দিন মদ্যপ অবস্থায় এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময়ে ভারসাম্য হারিয়ে ওই যুবক গোকুলের ঘরের দরজার সামনে এসে পড়েন। গোকুল বেরিয়ে এসে ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। গোকুল রাগের চোটে ওই যুবকের চোখ উপড়ে নেন। ঘরে টেনে নিয়ে গিয়েও মারধর করেন বলে অভিযোগ ওঠে।

    এ দিকে ওই যুবকের এই অবস্থা দেখে গোকুলের দিকে তেড়ে যান এলাকার লোকেরা। বাড়িতে চড়াও হয়ে গণপিটুনি দেওয়া হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দমদম পুর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। চোখ উপড়ে নেওয়া হয়েছে যে যুবকের, তিনিও আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

    স্থানীয় বাসিন্দা সুপ্রিয়া পাইক, কানন সিকদাররা জানান, ভয়ঙ্কর সেই দৃশ্য। এই ছেলে আগেও এ রকম করেছে, মারধর করেছে। সকলে বলছে ছেড়ে দিতে, কিছুতেই ছাড়ছে না। তার পর ভিড় হয়ে যায়, পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। দমদম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গণপিটুনির অভিযোগে কারা যুক্ত, তাদেরও চিহ্নিত করার কাজ চলছে।

  • Link to this news (এই সময়)