• খেলা দেখা বন্ধ করে সিরিয়ালে মগ্ন পরিবার, পাশের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার ক্রিকেট পাগল বিট্টুর
    এই সময় | ০৫ মার্চ ২০২৫
  • ক্রিকেট পাগল ছেলে ছিল। ভারতের খেলা থাকলে আর কোনও কথা নেই। সব কাজ ছেড়ে টিভির সামনে বসে পড়ত খেলা দেখতে। মঙ্গলবার ICC চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের দিনেও অন্যথা হয়নি। তবে বাড়ির একটাই টিভিতে খেলা দেখায় বাধা আসে। কিছুক্ষণ পরেই পাশের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিশোরের। মর্মান্তিক ঘটনাটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিট্টু কর্মকার (১৭)। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

    মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার নিমতিতার জিয়াতকুণ্ডু গ্রামের বাসিন্দা বিট্টু। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান রয়েছে। মঙ্গলবার ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। ম্যাচের তখন টানটান মুহূর্ত। অস্ট্রেলিয়ার ২৬৪ রানের বিপক্ষে খেলতে নেমে ভারত ৪৩ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছে। সেই সময়েই ঘটে ছন্দপতন। পরিবারের লোকজন দাবি করেন, ক্রিকেট ম্যাচ নয়, তাঁরা বাংলা সিরিয়াল দেখবেন।

    নাছোড়বান্দা বিট্টু। খেলা দেখা ছেড়ে সে কোনওমতেই উঠবে না। পরিবারের বড়দের সঙ্গে তার তর্কাতর্কিও হয় কিছুক্ষণ হয়। কিন্তু তাঁর কথাকে কেউ গুরুত্ব দেননি বলে দাবি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাংলা সিরিয়াল চালিয়ে রিমোট ফেলে রেখে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বিট্টু। সবাই সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে পড়েন। তখনও কেউ বুঝতে পারেননি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলছে ঘরের ছেলে বিট্টু।

    রাতের খাবার খাওয়ার জন্য বিট্টুকে ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি। ধাক্কা দিলেও দরজা খোলেনি সে। এর পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, গলায় শাড়ি জড়িয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে সে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে বাড়ি থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

    মৃতের এক আত্মীয় অপূর্ব কর্মকার বলেন, ‘পড়াশোনা ছেড়ে সোনার দোকানে কাজ করত বিট্টু। ক্রিকেট–পাগল ছেলে ছিল। টিভি দেখা নিয়ে পরিবারের সঙ্গে তর্ক–বিতর্ক হয়। তার পরেই ঘরের দরজা বন্ধ করে এই কাণ্ড ঘটায়।’

  • Link to this news (এই সময়)