• অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, হাওড়ায় দুই ICDS কর্মীকে শোকজ় 
    এই সময় | ০৬ মার্চ ২০২৫
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। খাবার পরিবেশনের ক্ষেত্রেও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে না। হাওড়ার উলুবেড়িয়ায় আইসিডিএস সেন্টারের দুই কর্মীকে শোকজ় করা হলো।

    জানা গিয়েছে, হাওড়ার হাটগাছা-১ গ্রাম পঞ্চায়েতের বাড় মংরাজপুর আইসিডিএস সেন্টার থেকে মাঝেমধ্যেই খাবারের মান নিয়ে নানা অভিযোগ আসছিল। বুধবার দুপুরে আচমকা ওই সেন্টারে হানা দেন বিডিও রিয়াজুল হক। আইসিডিএস সেন্টারের অব্যবস্থা লক্ষ্য করেন তিনি। সঙ্গে সঙ্গেই দুই আইসিডিএস কর্মীকে শোকজ় করার সিদ্ধান্ত নেন তিনি। বিডিও রিয়াজুল হক জানান, আইসিডিএস কর্মীদের কাছে জবাব চাওয়া হয়েছে। জবাব দিতে না পারলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

    অভিযোগ, পড়ুয়াদের জন্য যে ভাত রান্না করা হয়েছিল, সেটা যথাযথ ভাবে ঢাকা দেওয়া ছিল না। কয়েকদিন আগেই শ্যামপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে টিকটিকি পড়ার অভিযোগ উঠেছিল। যেটা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই ভাত কেন ঢাকা ছিল না, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি। এমনকী দুপুরের জন্য পর্যাপ্ত তরকারি ছিল না। ডিমের ঝোল দেওয়ার কথা থাকলেও শুধু সেদ্ধ ডিম দেওয়া হচ্ছিল। এরকম একাধিক অসঙ্গতি ধরা পড়ে। 

    উল্লেখ্য, খাস কলকাতার একটি স্কুলে মিড-ডে মিলের খাবারে পোকা থাকার অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই। লেকটাউন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ঘটনায় শোরগোল শুরু হয়। এর কয়েকদিন আগে আলিপুরদুয়ারের একটি স্কুলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন স্কুলে মিড-ডে মিল রান্নার অভিযোগ উঠেছিল। বারবার একই অভিযোগ ওঠার মাঝেই হাওড়ার বিডিও-র এই কড়া পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

  • Link to this news (এই সময়)