• শৌচকর্মে যাচ্ছি বলে ঘর থেকে বাইরে যান স্ত্রী, বাথরুমে গিয়ে স্বামী একি দেখলেন!...
    আজকাল | ০৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রহস্যজনকভাবে নিখোঁজ স্ত্রী! মঙ্গলবার রাত থেকে হন্যে হয়ে খুঁজছেন স্বামী। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরপাড়া এলাকার। স্ত্রীর খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ স্বামী। 

    জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়। রাত্রিবেলা শৌচকর্ম করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান গৃহবধূ। রাত থেকে স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন স্বামী। ওই ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনও সন্ধান না মেলায় অবশেষে শীতলকুচি থানার দারস্ত হলেন নিখোঁজ গৃহবধুর স্বামী শহিদুল মিয়া। শহিদুল মিয়া জানান, মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। রাত্রিবেলা আটটার দিকে শৌচ কর্ম করতে যান ওই গৃহবধূ। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় শৌচালয়ে গিয়ে দেখেন সেখানে নেই গৃহবধূ। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন তিনি। তবে এখনও এই গৃহবধুর সন্ধান মেলেনি। এই বিষয়ে বুধবার শীতলকুচি থানায় গৃহবধূর স্বামী একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
  • Link to this news (আজকাল)