মঙ্গল ও বুধ উত্তরবঙ্গের জঙ্গলে পর্যটক প্রবেশ নিষেধ, শুরু গন্ডার শুমারি
আজকাল | ০৬ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে শুরু হল গন্ডার শুমারি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিভিশনের রামসাই, মেদলা, গরুমারা ও চাপড়ামারি অরণ্যে বুধ ও বৃহস্পতিবার ধরে চলবে এই শুমারি। শুমারির প্রয়োজনে এই দু’দিন জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে বন দপ্তর। গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, শুমারিতে ট্র্যাপ ক্যামেরার সাহায্য নেওয়া হবে। মোট ১৮০ জনের একটি দল এই কাজ করবে।
বন দপ্তর আশাবাদী জঙ্গলে গন্ডারের সংখ্যা বাড়বে। একদিকে যেমন জঙ্গল জুড়ে বসানো হবে ট্র্যাপ ক্যামেরা তেমনি নেওয়া হবে কুনকি হাতিদের সাহায্য। এছাড়াও হাঁটা পথে ও গাড়ি নিয়েও শুমারির প্রয়োজনে জঙ্গলে ঢোকা হবে। ইতিমধ্যেই এই শুমারির প্রয়োজনে দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে দু’দিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রথমদিন বনকর্মী ও বন সুরক্ষা কমিটির সদস্য এবং দ্বিতীয়দিন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বন দপ্তরের একটি সূত্র জানায়, গত ২০২২য়ে শেষ গন্ডার শুমারি হয়েছিল। সেই শুমারিতে গরুমারার জঙ্গলে ৫৫টি গন্ডারের উপস্থিতির কথা জানা গিয়েছিল। বনকর্মীদের আশা, এবার সেই সংখ্যা আরও বাড়বে।